ইসলাম ও জীবনদোয়াযিকির

শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া

Rate this post

শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে নিম্নের দোয়াটি পড়তে হয়ঃ

(দোয়া – ১)

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِم، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্না নাজ্’আলুকা ফী নুহূরিহিম ওয়া না’উযু বিকা মিন শুরূরিহিম।
অর্থঃ হে আল্লাহ! আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।

আবু দাঊদ ২/৮৯, নং ১৫৩৭; আর হাকেম হাদীসটিকে সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী একে সমর্থন করেছেন ২/১৪২।

(দোয়া – ২)

اللَّهُمَّ أَنْتَ عَضُدِي، وَأَنْتَ نَصِيرِي، بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ، وَبِكَ أُقاتِلُ
উচ্চারণঃ আল্লহুম্মা আনতা ‘আদ্বুদী, ওয়া আনতা নাসীরী, বিকা আহূলু, ওয়া বিকা আসূলু, ওয়া বিকা উক্বা-তিলু)
অর্থঃ হে আল্লাহ! আপনি আমার শক্তি এবং আপনি আমার সাহায্যকারী, আপনারই সাহায্যে আমি বিচরণ করি, আপনারই সাহায্যে আমি আক্রমণ করি এবং আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি।

আবূ দাউদ ৩/৪২, নং ২৬৩২; তিরমিযী ৫/৫৭২, নং ৩৫৮৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮৩।

(দোয়া – ৩)

حَسْبُنا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
উচ্চারণঃ হাসবুনাল্লা-হু ওয়া নি’মাল ওয়াকীল।
অর্থঃ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।

বুখারী ৫/১৭২, নং ৪৫৬৩।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button