ডিজিটাল বাংলাদেশ
একটি দেশকে তখনই ডিজিটাল দেশ বলা যাবে যখন দেশটি ই-স্টেটে পরিণত হবে। আর একটি দেশ ই-স্টেটে পরিণত হবে তখন যখন দেশটির যাবতীয় কার্যক্রম যেমন- সরকারব্যবস্থা, শাসনব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষি ইত্যাদি কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হবে। সুতরাং একুশ শতকের চ্যালেঞ্জ মােকাবিলায় ডিজিটাল বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং প্রত্যয়। ১২ ডিসেম্বর ২০০৮ সালের সাধারণ নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ (Awami League)-এর নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ঘােষণা করা হয়। শুরুতে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে দেশবাসীর মধ্যে সংশয় দেখা দিলেও আস্তে আস্তে এর প্রয়ােজনীয়তা ও সুবিধা সম্পর্কে অবগত হয়ে জনসাধারণ এ ব্যাপারে আশান্বিত হবে। তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সর্বাগ্রে প্রয়ােজন একটি শক্তিশালী তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক। আর এ জন্য দরকার বিদ্যুৎ সমস্যার সমাধা, কম্পিউটার (Computer), ল্যাপটপ (Laptop) ও ইন্টারনেট (Internet) সংযোগ। সর্বোপরি, ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ, ইংরেজি শিক্ষার প্রসারেও কার্যকর উদ্যোগ নিতে হবে।
তাই আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করা। তবেই তাে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।