অপসংস্কৃতি – অনুচ্ছেদ |
আমরা বাঙালি। আমাদের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এদেশের সংস্কৃতির স্বরুপ পর্যালােচনা করলে দেখা যাবে যে, ভৌগােলিক, ভাষাগত, ধর্মীয়, সামাজিক, জীবনযাপন পদ্ধতি ইত্যাদি দিক থেকে বাংলাদেশের সংস্কৃতির একটা নিজস্ব ধরন রয়েছে। কিন্তু বর্তমানে পাশ্চাত্য বিদেশি সংস্কৃতির প্রভাব বেশি অনুভূত হচ্ছে। ফলে জাতীয় সংস্কৃতি আজ সংকটাপন্ন। অপসংস্কৃতির ফলে সমাজ হয়ে ওঠে উচ্ছৃঙ্খল, অনাচারাশ্রয়ী, অপরাধপ্রবণ ও নৈতিকতা বর্জিত। অপসংস্কৃতির এই প্রভাব ছড়িয়ে পড়ছে আকাশ সংস্কৃতির মাধ্যমে। ডিশ এন্টেনার অগণিত চ্যানেলবাহিত হয়ে নানা টিভি অনুষ্ঠান ও অশালীন নাচ-গান সমাদর পাচ্ছে। এই অপসংস্কৃতি তারুণ্যকে নিয়ে যাচ্ছে অসুন্দর, কুৎসিত, অনৈতিক ও রুচিহীন কাজের দিকে। এই আগ্রাসন বা অপসংস্কৃতি থেকে মুক্ত হওয়ার জন্য সমগ্র জাতির আত্মসচেতন হতে হবে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তারুণ্যকে বেশি তৎপর হতে হবে। শুধু সচেতন করলেই চলবে না সেই সাথে নিতে হবে উপযুক্ত উদ্যোগ। পাশ্চাত্য বিদেশি সংস্কৃতির কুফল সম্পর্কে তরুণদেরকে সচেষ্ট করতে হবে। পাশ্চাত্য বিদেশি সংস্কৃতির যে যে মাধ্যম দিয়ে আমাদের দেশে প্রবেশ করছে সে সকল রাস্তা বন্ধ করে দিতে হবে। আমাদের নিজ সংস্কৃতি যে কতোটা সমৃদ্ধ সে বিষয়ে তরুণদেরকে অভিহিত করতে হবে। এভাবেই অপসংস্কৃতি আমাদের দেশ থেকে দূর করা সম্ভবপর হবে।