প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। দীর্ঘ লকডাউনের পর তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশ করা হয়েছে।
আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট .২০২১ এর নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথমে চলো দেখে নেয়া যাক বিজ্ঞান চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টএ কি কি থাকছে।
তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় “প্রাণী জগতে শ্রেণি বিন্যাস” থেকে একটি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
নির্ধারিত কাজ
চিংড়ি, মৌমাছি, ফিতা কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা প্রাণীগুলো থেকে যে কোনাে ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি কর। এগুলোর মধ্যে থেকে তােমার পরিচিত প্রাণীগুলোর কিরুপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ কর।
সংকেত: ক) প্রভাব নিরুপনে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করা।
নমুনা উত্তর
উল্লেখিত প্রাণীগুলো থেকে ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করা হলঃ
পর্ব | প্রাণীর নাম | বৈশিষ্ট্য | বাসস্থান |
আর্থ্রোপোডা | চিংড়ি |
| কিছু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। |
প্লাটিহেলমিনথেস | ফিতা কৃমি |
| জীবদেহের বাইরে বা ভিতরে বাস করে। |
কর্ডাটা | সাপ |
| এরা জলে ও স্থলে বাস করে। |
একাইনোডারমাটা | তারামাছ |
| এরা সমুদ্রের গভীরে বসবাস করে। |
মালাস্কা | ঝিনুক |
| এরা সাগরের বিভিন্ন স্তর ছাড়াও পাহাড়ি অঞ্চলে, বনেজঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। |
নিডারিয়া | হাইড্রা |
| এরা খাল-বিল, নদী, ঝরনা, ভাসমান কাঠ ও পাতায় বাস করে। |
কর্ডাটা | কাক |
| এরা গাছের ডালে বাস করে। |
আর্থ্রোপোডা | মৌমাছি |
| এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। |
চারু ও কারুকলা উত্তর গুলো দিলে ভালো হত।
হযবরল-ই সেরা ❤️❤️❤️❤️
মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
Sir আপনি কেমন আছেন