“বিজ্ঞান” অষ্টম শ্রেণি দ্বাদশ (১২ তম) অ্যাসাইনমেন্ট উত্তর – Class Eight Science 12th week Assignment answer
নির্ধারিত কাজঃ
নমুনা উত্তরঃ
উপরের ছকে X মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা ১৩। সুতরাং X মৌলটি হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এর প্রতিক Al
অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাসঃ Al(13) = 2,8,3
উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর অ্যালুমিনিয়ামের তিনটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৮টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ৩টি ইলেকট্রন রয়েছে।
অ্যালুমিনিয়াম (Al) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ
|
চিত্রঃ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস মডেল |
উপরের ছকে Y মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা ৭। Y মৌলটি হলো নাইট্রোজেন । নাইট্রোজেন প্রতিক N ।
এর ইলেকট্রন বিন্যাস N(7) = 2,5
উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর নাইট্রোজেন এর দুটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৫ টি ইলেকট্রন।
নাইট্রোজেন (N) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ
|
চিত্রঃ নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস মডেল |
উপরের ছকে Z মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা 16। Z মৌলটি হলো সালফার। সালফার এর প্রতিক S ।
সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস S(16) = 2,8,6
উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তিনটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৮ টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ৬ টি ইলেকট্রন।
সালফার (S) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ
|
চিত্রঃ সালফারের ইলেকট্রন বিন্যাস মডেল |
ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করেঃ পরমাণুর ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে তা উপরের ছকের পরমাণুর আলোকে যোক্তিকতা নিরুপণ করা হলো।
পরমাণুর আকার, আকৃতি, ভর, তড়িৎ ঋণাক্তকতা, তড়িৎ ধনাক্তকতা, ইলেকট্রন আসত্তি, ইত্যাদি ধর্ম তাদের ইলেকট্রন বিন্যাস হতে বোঝা যায়। একটি পরমাণুর কক্ষপথ যত বেশি থাকবে তার আকার তত বড় হবে। অর্থাৎ এর পরমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে। আবার কক্ষপথ যদি একই থাকে তবে যেটির প্রোটন বা ইলেকট্রন সংখ্যা বেশি হবে তার আকার বা ব্যাসার্ধ তত ছোট হবে।
উপরের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লক্ষ করলে আমরা দেখতে পাবো নাইট্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা সবথেকে কম এবং এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই এর দুটি কক্ষপথ রয়েছে তাই এর আকার সবথেকে ছোট হবে।
অন্যদিকে অ্যালুমিনিয়াম ও সালফার দুটিরই কক্ষপথ সংখ্যা ৩টি করে। কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাওয়া যায় অ্যালুমিনিয়ামের তুলনায় সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বেশি তাই অ্যালুমিনিয়ামের তুলনায় সালফারের আকার ছোট হবে।
যেহেতু পরমাণুর আকার/কাঠামো তার ইলেকট্রন বিন্যাসের সাথে পরিবর্তিত হয় তাই উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে।
Thank u sir…….
তোমাকেও ধন্যবাদ।
Thank you so much sir..
Sir please try to reduce ads
Vai, blogger er ei theme ta amake dewa jabe? Plz
সুন্দর সমাধান
আপনাকে ধন্যবাদ।
Ekhne model & chitro uvoytai ki dite hobe?