চরিত্র মানুষের অমূল্য সম্পদ
ভাবসম্প্রসারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদঅথবা, চরিত্র মানজীবনের মুকুটস্বরূপ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী
মূলভাব
সম্প্রসারিত ভাব
পৃথিবীতে কোনাে মানুষই কেবল খেয়েপরে বেঁচে থাকতে চায় না। চায় মানুষের মতাে মানুষ হয়ে বাঁচতে। আর এজন্য উত্তম চরিত্রের অধিকারী হওয়া অত্যাবশ্যক। চরিত্র ছাড়া মানুষের গর্ব করার আর কিছুই নেই। চরিত্রহীন মানুষ পশুর সমান। পদে পদে তাদের লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হয়। তাদের কেউ বিশ্বাস করে না, ভালােবাসে না। চরিত্র এমনই এক সম্পদ যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না।
সুবিখ্যাত ইংরেজ লেখক স্যামুয়েল স্মাইলস তার ‘ Character‘ প্রবন্ধে উল্লেখ করেছেন যে, “The crown and glory of life is character” , সততা, সত্যনিষ্ঠা, প্রেম, পরােপকারিতা, দায়িত্ববােধ, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়ণতা ইত্যাদি চরিত্রের মূল উপাদান। এসব উপাদান যার মধ্যে বিরাজমান কেবল তাকেই চরিত্রবান বলে আখ্যায়িত করা যায়। স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা মানবজীবনে অপরিহার্য। কিন্তু একজন মানুষের স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা আবশ্যকতার চেয়ে বেশি থাকলেও সে যদি চরিত্রহীন হয় তাহলে তার সবকিছুই অসার। চরিত্রবান ব্যক্তি পরশপাথরের মতাে। পরশপাথরের ছোঁয়ায় লােহা যেমন সােনায় পরিণত হয়, তেমনই চরিত্রবান ব্যক্তির প্রভাবে তার চারপাশের ব্যক্তিরাও সুন্দর ও মহৎ জীবনের অধিকারী হয়।
মহানবী হযরত মুহম্মদ (সা) , যিশুখ্রিষ্ট (Jesus), গৌতম বুদ্ধ প্রমুখ ধর্মবেত্তা, আব্রাহাম লিংকন, লেনিন প্রমুখ রাষ্ট্রনায়ক, সক্রেটিস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ দার্শনিক ও সাহিত্যিক সচ্চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। চরিত্রবান ব্যক্তিরা জাগতিক মােহ-মায়া, লােভ-লালসার উর্ধ্বে ওঠে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেন। চরিত্রের কাছে পার্থিব সম্পদ ও বিত্ত অতি নগণ্য। প্রাচুর্যের বিনিময়ে পৃথিবীর সবকিছু কেনা সম্ভব হলেও চরিত্র কেনা যায় না।
মন্তব্য
চরিত্রবান ব্যক্তি মানেই সকল মানুষের আদর্শ। তাই আমাদের উচিত শৈশব থেকে চরিত্রবান হওয়ার সাধনা করা। কারন চরিত্র মানুষের অমূল্য সম্পদ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
12