Uncategorized

ধান গবেষণা প্রতিষ্ঠান(BRRI) থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন?

Daraz cupon Code
2/5 - (3 votes)

 ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কৈ মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে


রুমির বাবা একজন কৃষি বিজ্ঞানী। তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বারি-৪ নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে। গত ১৬ই ডিসেম্বর ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন।রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো –

১. ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কৈ মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে?

২. কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন?

৩. ধান গবেষণা প্রতিষ্ঠান(BRRI) থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন?

৪. কৃষিবিজ্ঞানীরা ধানছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন?

৫. এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে?

প্রশ্ন ৩ এর উত্তরঃ 

বাংলাদেশের কৃষি গবেষণার একটি প্রধান অঙ্গ হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা দেশের প্রধান খাদ্য ধান উৎপাদন ও জাত উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত ১০৬টি (৯৯টি ইনব্রিড ও ৭টি হাইব্রিড) উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে। ধান গবেষণা প্রতিষ্ঠান(BRRI) থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন তার নাম উল্লেখ করা হলঃ

  • বিআর১ (চান্দিনা)
  • বিআর২ (মালা)
  • বিআর৩ (বিপ্লব)
  • বিআর৪ (ব্রিশাইল)
  • বিআর৫ (দুলাভোগ)
  • বিআর৬
  • বিআর৭(ব্রি বালাম)
  • বিআর৮ (আশা)
  • বিআর৯ (সুফলা)
  • বিআর১০ (প্রগতি)
  • বিআর১১ (মুক্তা)
  • বিআর১২ (ময়না)
  • বিআর১৪ (গাজী)
  • বিআর১৫ (মোহিনী)
  • বিআর১৬ (শাহীবালাম)
  • বিআর১৭ (হাসি)
  • বিআর১৮ (শাহজালাল)
  • বিআর১৯ (মঙ্গল)
  • বিআর২০ (নিজামী)
  • বিআর২১ (নিয়ামত)
  • বিআর২২ (কিরণ)
  • বিআর২৩ (দিশারী)
  • বিআর২৪ (রহমত)
  • বিআর২৫ (নয়াপাজাম)
  • বিআর২৬ (শ্রাবণী)
  • ব্রি ধান২৭
  • ব্রি ধান২৮
  • ব্রি ধান২৯
  • ব্রি ধান৩০
  • ব্রি ধান৩১
  • ব্রি ধান৩২
  • ব্রি ধান৩৩
  • ব্রি ধান৩৪
  • ব্রি ধান৩৫
  • ব্রি ধান৩৬
  • ব্রি ধান৩৭
  • ব্রি ধান৩৮
  • ব্রি ধান ৩৯
  • ব্রি ধান৪০
  • ব্রি ধান৪১
  • ব্রি ধান৪২
  • ব্রি ধান৪৩
  • ব্রি ধান৪৪
  • ব্রি ধান৪৫
  • ব্রি ধান৪৬
  • ব্রি ধান৪৭
  • ব্রি ধান৪৮
  • ব্রি ধান৪৯
  • ব্রি ধান৫০
  • ব্রি ধান৫১
  • ব্রি ধান৫২
  • ব্রি ধান৫৩
  • ব্রি ধান৫৪
  • ব্রি ধান৫৫
  • ব্রি ধান৫৬
  • ব্রি ধান৫৭
  • ব্রি ধান৫৮
  • ব্রি ধান৫৯
  • ব্রি ধান৬০
  • ব্রি ধান৬১
  • ব্রি ধান৬২
  • ব্রি ধান৬৩
  • ব্রি ধান৬৪
  • ব্রি ধান৬৫
  • ব্রি ধান৬৬
  • ব্রি ধান৬৭
  • ব্রি ধান৬৮
  • ব্রি ধান৬৯
  • ব্রি ধান৭০
  • ব্রি ধান৭১
  • ব্রি ধান৭২
  • ব্রি ধান৭৩
  • ব্রি ধান৭৪
  • ব্রি ধান৭৫
  • ব্রি ধান৭৬
  • ব্রি ধান৭৭
  • ব্রি ধান৭৮
  • ব্রি ধান৭৯
  • ব্রি ধান৮০
  • ব্রি ধান৮১
  • ব্রি ধান৮২
  • ব্রি ধান৮৩
  • ব্রি ধান৮৪
  • ব্রি ধান৮৫
  • ব্রি ধান৮৬
  • ব্রি ধান৮৭
  • ব্রি ধান৮৮
  • ব্রি ধান৮৯
  • ব্রি ধান৯০
  • ব্রি ধান৯১
  • ব্রি ধান৯২
  • ব্রি ধান৯৩
  • ব্রি ধান৯৪
  • ব্রি ধান৯৫
  • ব্রি হাইব্রিড ধান১
  • ব্রি হাইব্রিড ধান২
  • ব্রি হাইব্রিড ধান৩
  • ব্রি হাইব্রিড ধান৪
  • ব্রি হাইব্রিড ধান৫
  • ব্রি হাইব্রিড ধান৬
  • ব্রি হাইব্রিড ধান৭
  • ব্রি ধান৯৬
  • ব্রি ধান৯৭
  • ব্রি ধান৯৮
  • ব্রি ধান৯৯
  • ব্রি ধান১০০
  • সুত্রঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট


     এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

    মন্তব্য করুন

    Back to top button