শিক্ষা সংবাদ

এইচএসসির ফল কবে তা নিয়ে অন্ধকারে বোর্ড চেয়ারম্যানরা

Daraz cupon Code

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে হতে পারে, এ নিয়ে বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক গণমাধ্যমেও অক্টোবরের ৬-৯ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে। তবে ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন।

এমনকি যে বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি, সেগুলোর ফল কী উপায়ে তৈরি করা হবে, সেটা নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটি প্রস্তাবনা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তাতে এখনো অনুমোদন দেওয়া হয়নি। ফলে কবে নাগাদ ফল প্রকাশ হবে, তা নিয়ে অন্ধকারে খোদ বোর্ড চেয়ারম্যানরা।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‌কবে ফল প্রকাশ করা হবে, এর কোনো তথ্য আমাদের কাছে নেই। শুরুতে ৪০ দিনের মধ্যে আমরা ফল প্রস্তুতের কাজ শেষ করার একটি পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু কী উপায়ে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল তৈরি করা হবে, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ফল প্রকাশ কবে হবে, তা নিয়ে কোনো ধারণা দেওয়া সম্ভব নয়।’

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের একটি প্রস্তাবনা পাঠানো আছে। সেটা অনুমোদন হয়ে এলে কতদিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে, এর ধারণা দেওয়া সম্ভব হবে। কারণ মন্ত্রণালয় অনুমোদন না দিলে তো কাজই শুরু হবে না। অনুমোদনের পর কাজ শুরু হবে। কাজ শুরুর পর ফল প্রকাশের তারিখ জানানো হবে।

[button color=”red” size=”medium” link=”https://www.jagonews24.com/education/news/967310″ icon=”fa-arrow-right” target=”true” nofollow=”true” sponsored=”false”]সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন[/button]

সম্পর্কিত টপিক

Back to top button