আবেদনপত্র

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য আবেদনপত্র

Rate this post
সাম্প্রতিক বন্যায় তোমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট একখানা দরখাস্ত লেখ।
অথবা, অতিবৃষ্টিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের আশু সংস্কারের দাবি জানিয়ে পৌর কর্তৃপক্ষের নিকট একটি পত্র লেখ।
১৬ জুলাই, ২০২০
বরাবর
নির্বাহী প্রকৌশলী
সড়ক ও জনপথ বিভাগ
নরসিংদী।
বিষয় : রাস্তা সংস্কারের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, বেলাব থেকে বারৈচা বাজার পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত একটি সুদীর্ঘ রাস্তা। এটি অত্র এলাকার প্রায় সব মানুষের চলাচলের একমাত্র ব্যবস্থা। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তার পাশেই রয়েছে বেশ কয়েকটি বাজার, হাসপাতাল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। এ অঞ্চলের কৃষিপণ্য সারা বাংলাদেশে পাঠানো হয়। এখানে শতশত মুরগির খামার গড়ে উঠেছে। যা দেশের মাংস এবং ডিমের চাহিদা মেটাচ্ছে। এখানকার ফল, সবজি প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। তাছাড়া এ অঞ্চলটি অত্যন্ত সম্ভাবনাময়। শুধু যোগাযোগ ব্যবস্থার অনুন্নতির কারণে বেশ কিছু খাতে উদ্যোগ গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
এলাকার অনেক উদ্যমী ও শিক্ষিত উদ্যোক্তা রয়েছে, যারা শুধু রাস্তাটি সংস্কারের অপেক্ষায় আছে। তাছাড়া সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি প্রতিষ্ঠান রয়েছে এ এলাকায় । কিন্তু রাস্তাটির দুরবস্থার কারণে যথাযথভাবে তারা কাজ করতে ব্যর্থ হচ্ছে। রাস্তাটিতে বিভিন্ন স্থানে এমন গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও দুষ্কর। একটুখানি বৃষ্টি হলেই কোমর সমান কাদা হয়। তখন মানুষ হাঁটাও প্রায় কষ্টকর ব্যাপার। আবার জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সে করে রোগী হাসপাতালে নেওয়া সম্ভব হয় না বলে অনেকেই অকালে মৃত্যুবরণ করে। উন্নত যোগাযোগ ব্যবস্থা সভ্যতার মাপকাঠি হলেও এই জনপদের অধিবাসীরা সভ্য জগতে বাস করেও সভ্য  দুনিয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বেশ কয়েকবার আবেদন সত্ত্বেও গৃহীত হয়নি কোনো কার্যকর ব্যবস্থা।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, অনতিবিলম্বে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করে এ অঞ্চলের জনসাধারণের দুঃখ-দুর্দশা লাঘবে সদয় সহানুভূতি প্রদর্শন করে বাধিত করবেন।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে
আকবর আলী।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button