ইসলাম ও জীবনদোয়া

ইসমে আজম কি ও ফজিলত (হাদিসের আলোকে)

Daraz cupon Code

আমরা অনেকেই ইসমে আজম শব্দটির সাথে পরিচিত। আবার অনেকেই এর এমন করে থাকি। আজ আপনাদের সাথে ইসমে আজম কি এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব। 

ইসমে আজম কি

“ইসম” শব্দের অর্থ হল  নাম আর “আজম” শব্দের অর্থ হল মহান। আল্লাহর অসংখ্য গুনবাচক নাম রয়েছে। ৯৯ টি নাম রয়েছে যাকে বলা হয় আসমাউল হুসনা। এসব নামের মধ্যে যে নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয়, সেই নামগুলোকে ‘ইসমে আজম’ বলা হয়। অর্থাৎ ইসমে আজম অর্থ আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো।

ইসমে আজম নামসমূহ

আসলে আল্লাহর সকল নামগুলোর মধ্যে কোন নামগুলো ইসমে আজম তা কোথাও উল্লেখ নেই। তাই সুস্পষ্টভাবে বলা মুশকিল ইসমে আজম কোনগুলো। তবে আলেমদের মধ্যে ইসমে আজম নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। 

হযরত  আবদুল কাদের জিলানি (রহ.) বলেন, “ইসমুল আজম” হলো ‘আল্লাহ’ শব্দ। তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও এখলাসের সঙ্গে বলতে হবে’।” (মিরকাতুল মাফাতিহ, ১/৬)

আসমা বিনতে ইয়াজিদ সূত্রে বর্ণিত আছে, রাসূল (স) ইরশাদ করেন, ইসমে আজম সুরা বাকারার ১৬৩ নম্বর আয়াতসুরা আল ইমরানের ১-৩ নম্বর আয়াত মধ্যে নিহিত। (সুনানে আবু দাউদ : ১৪৯৬ )

ইসমে আজমের ফজিলত

বিভিন্ন হাদিসে ইসমে আজমের ফজলিত সম্পর্কে জানা যায়: 

ইসমে আজমের গুরত্ব হচ্ছে, এই নামে বা এই নামের ওসীলা দিয়ে আল্লাহকে ডাকলে বা তাঁর কাছে দোয়া করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, এবং বান্দার দোয়া কবুল করে নেন। ইসমে আযমের উসীলা দিয়ে কোন দোয়া করলে আল্লাহ সেই দুয়া কবুল করে নেন। 

হযরত আনাস (রা.) সূত্রে বর্ণিত : একবার রাসুল (সা.) মসজিদে প্রবেশ করেছেন। এমতাবস্থায় এক লোক নামাজ শেষে এ দোয়া করছিলেন, ‘আল্লাহুম্মা লা-ইলাহা ইল্লা আংতার মান্নাম, বাদিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।’ তখন রাসুল (সা.) তাঁকে বললেন, ”তুমি জানো, তুমি কি দিয়ে দোয়া করেছ? তুমি দোয়া করেছ ‘ইসমে আজম’ দিয়ে, যা দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন।” (সুনানে তিরমিজি : ৩৫৪৪)

হযরত আসমা বিন ইয়াজিদ (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘ইসমে আজম এই দুটি আয়াতের মধ্যে নিহিত। সুরা বাকারার ৩৬১ নম্বর আয়াত এবং সুরা আল ইমরানের ১ নম্বর আয়াত।’ (সুনানে আবি দাউদ : ১৪৯৬)

পরিশেষে বলব, আমাদের দেশে ইসমে আজম নিয়ে অনেক ভুল ধারণা আছে। অনেক বানোয়াট নামকে ইসমে আজম বলে চালিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আসলে ইসমে আজম নয়। তাই আমাদের উচিত হাদিসের আলোকে ইসমে আজমকে জানা। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button