
0 Less than a minute
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
চলে যাওয়া মানে প্রস্থান নয়
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে,
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়?
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
চলে যাওয়া মানে প্রস্থান নয় Ⓒ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
[post_ads]
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
আমার এ জন্মদিন
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এ জন্মদিন-মাঝে আমি হারা
আমি চাহি বন্ধুজন যারা
তাহাদের হাতের পরশে
মর্ত্যের অন্তিম প্রীতিরসে
নিয়ে যাব জীবনের চরম প্রসাদ,
নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ।
শূন্য ঝুলি আজিকে আমার,
দিয়েছি উজাড় করি
[post_ads]
যাহা-কিছু আছিল দিবার,
প্রতিদানে যদি কিছু পাই
কিছু স্নেহ, কিছু ক্ষমা
তবে তাহা সঙ্গে নিয়ে যাই
পারের খেয়ায় যাব যবে
ভাষাহীন শেষের উৎসবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
apni ei answer e allahr poribar bolsen (nauzubillah).islame bola ase tini karo sontan na tar o kono sontan nai .tahole poribar kivabe hoy? eta ekta serious bishoy ekhane khub atractive shahityo korar kichhu nei .asha kori vulta notice korsen.
কথাটা তোমাদের পাঠ্যবইয়ের ৮৭ নং পেজে আছে। তোমাদের বইয়ের আলকেই উত্তরটি লিখা হয়েছে।
বইয়ে,আল্লাহর পরিবার (নাউযুবিল্লাহ) বলা হয়নি। বলা হয়েছে আল্লাহর 'সৃষ্টির পরিবার' দুনোটা এক কথা নয়। বলা হয়েছে আল্লাহর 'সৃষ্টির পরিবার' – এ মানুষ সেরা। এই লিখাটা সংশোধন করা প্রয়োজন। (পুরো প্যারা পড়লে তা বুঝা যাবে। সেখানে বলা হয়েছে সে পরিবারে মানুষ সেরা, তাই মানুষের প্রধান হিসেবে কিছু দায়িত্ব আছে।সে পরিবারে আল্লাহ নেই,থাকলে মানুষ কীভাবে সেরা হবে? এভাবেই বইয়ে বলা আছে।)
https://i.imgur.com/Jzb3TzL.png
thik ase vai
nv ti pro pubg
tip
and
tricks
good
good