ইসলাম ও জীবনজিজ্ঞাসা

ঋণ বা ধার করা অর্থ দিয়ে হজ্জ করা যাবে কিনা?

Daraz cupon Code

জিজ্ঞাসাঃ  ঋণ বা ধার করে হজ্জে গেলে হজ্জ হবে কিনা?

উত্তরঃ প্রথম কথা হল হজ্জ সবার উপর ফরয নয়। যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ্জ ফরয করা হয়েছে। দ্বিতীয় কথা হল হজ্জ করার তীব্র ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই। এখন কি ঋণ নিয়ে হজ্জে যাবো? হাঁ আপনি ঋণ নিয়ে হজ্জ করতে পারেন, যদি ঋণ পরিশোধ করার সহজ উপায় আপনার কাছে থাকে তাহলে। অন্যথায় ঋণ নয়ে হজ্জ না করাই উত্তম। কারন আপনি ঋণ নিয়ে হজ্জ করে আসলেন কিন্তু পরিশোধ করতে পারলেন না, অথবা রোগাক্রান্ত বা মৃত্যু কবলিত হয়ে ঋণ পরিশোধ করতে পারলেন না। সুতরাং সবচেয়ে ভাল হয় আপনি সামর্থ্যবান হওয়া পর্যন্ত অপেক্ষা করা।

আল্লাহ পবিত্র কুরআনে বলেছেনঃ

মানুষের মধ্যে যারা সেখানে পোঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ্জ করা ফরজ। (সূরা আল ইমরান ৯৭)

 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button