অবশেষে
জীবনানন্দ দাশ
খানে প্রশান্ত মনে খেলা করে উঁচু উঁচু গাছ।
সবুজ পাতার ’পরে যখন নেমেছে এসে দুপুরের সূর্যের আঁচ
নদীতে স্মরণ করে একবার পৃথিবীর সকাল বেলাকে।
আবার বিকেল হ’লে অতিকায় হরিণের মতো শান্ত থাকে
এই সব গাছগুলো, যেন কোন দূর থেকে অস্পষ্ট বাতাস
বাঘের ঘ্রাণের মতো হৃদয়ে জাগায় যায় ত্রাস,
চেয়ে দেখ- ইহাদের পরস্পর নীলিম বিন্যাস
নড়ে ওঠে ত্রস্ততায়, আধো নীল আকাশের বুকে
হরিণের মতো দ্রুত ঠ্যাঙের তুরুকে
অন্তর্হিত হয়ে যেতে পারে তারা বটে,
একজোটে কাজ করে মানুষেরা যে-রকম ভোটের ব্যালটে,
তবুও বাঘিনী হ’য়ে বাতাসকে আলিঙ্গন করে
সাগরের বালি আর রাত্রির নক্ষত্রের তরে।
অবশেষে Ⓒ জীবনানন্দ দাশ
[post_ads]
কবি পরিচিতিঃ
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯
জন্মস্থানঃ বরিশাল
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪ (বয়স ৫৫)
মৃত্যুর কারণ: ট্রাম দুর্ঘটনায়
সমাধি: ভারত
অন্য নাম: মিলু
পিতা: সত্যানন্দ দাশগুপ্ত
মাতা: কুসুমকুমারী দাশ
[সুত্রঃ জীবনানন্দ দাশ – উইকিপিডিয়া ##fa-external-link##]
onek bhalo website
Kintu chokta kichu bujji na
Kintu chokta kichu bujji na
boka naki ??
Ok
Nice