Uncategorized

কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর

Daraz cupon Code
কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর


পর্যবেক্ষণের বিষয়গাছের বৈশিষ্ট্য
ক। কী ধরনের উদ্ভিদক। কাঁঠাল একটি দ্বি-বীজপত্রী, কাষ্ঠল ও চিরহরিৎ বৃক্ষ
খ। কাণ্ডের বৈশিষ্ট্যখ। কাণ্ড শক্ত হলুদ রঙের হয় এবং ২১ মিটার পর্যন্ত লম্বা হয়।
গ। বীজের বর্ণগ। বীজ সাদা বর্ণের।
ঘ। ফুলের বর্ণঘ। ফুল সবুজ বর্ণের হয়।
ঙ। কোথায় কোথায় চাষ হয়ঙ। সিলেট, চট্রগ্রাম ও রংপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ
চ। কেমন মাটিতে চাষ হয়।চ। পলি-দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ ভালো হয়।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

Uncategorized

দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।

Daraz cupon Code
দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।



উদ্দীপকে দেওয়া আছে, 
সেলসিয়াস স্কেলে দন্ডটির তাপমাত্রা C = 50° সেলসিয়াস
ফারেনহাইট স্কেলে দন্ডটির তাপমাত্রা F = ?

আমরা জানি,

C=F

বা,বা,=F

বা(F)=×

বা(F)=

,F=
বাF=
বাF=
বাF=+
বাF=
সুতরাং, ফারেনহাইট স্কেলে দন্ডটির তাপমাত্রা ছিল ১২২° ফারেনহাইট

সম্পর্কিত টপিক

 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

জীবনানন্দ দাশদেশের কবিতাবাংলা কবিতা

কবিতাঃ অবশেষে (জীবনানন্দ দাশ)

Daraz cupon Code

অবশেষে
  জীবনানন্দ দাশ

খানে প্রশান্ত মনে খেলা করে উঁচু উঁচু গাছ।
সবুজ পাতার ’পরে যখন নেমেছে এসে দুপুরের সূর্যের আঁচ
নদীতে স্মরণ করে একবার পৃথিবীর সকাল বেলাকে।
আবার বিকেল হ’লে অতিকায় হরিণের মতো শান্ত থাকে
এই সব গাছগুলো, যেন কোন দূর থেকে অস্পষ্ট বাতাস
বাঘের ঘ্রাণের মতো হৃদয়ে জাগায় যায় ত্রাস,
চেয়ে দেখ- ইহাদের পরস্পর নীলিম বিন্যাস
নড়ে ওঠে ত্রস্ততায়, আধো নীল আকাশের বুকে
হরিণের মতো দ্রুত ঠ্যাঙের তুরুকে
অন্তর্হিত হয়ে যেতে পারে তারা বটে,
একজোটে কাজ করে মানুষেরা যে-রকম ভোটের ব্যালটে,
তবুও বাঘিনী হ’য়ে বাতাসকে আলিঙ্গন করে
সাগরের বালি আর রাত্রির নক্ষত্রের তরে। 

অবশেষে Ⓒ জীবনানন্দ দাশ

[post_ads]কবি পরিচিতিঃ 
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯
জন্মস্থানঃ বরিশাল
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪ (বয়স ৫৫)
মৃত্যুর কারণ: ট্রাম দুর্ঘটনায়
সমাধি: ভারত
অন্য নাম: মিলু
পিতা: সত্যানন্দ দাশগুপ্ত
মাতা: কুসুমকুমারী দাশ
[সুত্রঃ জীবনানন্দ দাশ – উইকিপিডিয়া ##fa-external-link##]


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button