
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ
খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কী?
গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান গুলো কী কী?
২। নির্ধারিত কাজঃ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ
খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কী?
গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান গুলো কী কী?
২। নির্ধারিত কাজঃ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
তোরা সব জয়ধ্বনি কর
কাজী নজরুল ইসলাম
তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!
আস্ল এবার অনাগত প্রলয়–নেশায় নৃত্য–পাগল,
সিন্ধু–পারের সিংহ–দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
মৃত্যু–গহন অন্ধকুপে, মহাকালের চন্ড–রূপে ধূম্র–ধূপে
বজ্র–শিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর!
ওরে ওই হাসছে ভয়ংকর!
তোরা সব জয়ধ্বনি কর!!
দ্বাদশ রবির বহ্নি–জ্বালা ভয়াল তাহার নয়ন–কটায়,
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়
বিন্দু তাহার নয়ন –জলে
সপ্ত মহাসিন্ধু দোলে
কপোল–তলে!
বিশ্ব –মায়ের আসন তারই বিপুল বাহুর ‘পর –
হাঁকে ঐ “জয় প্রলয়ংকর!”
তোরা সব জয়ধ্বনি কর!!
মাভৈঃ, ওরে মাভৈঃ, মাভৈঃ, মাভৈঃ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
জরায়–মরা মুমূর্ষুদের প্রাণ–লুকানো ঐ বিনাশে
এবার মহা–নিশার শেষে
আসবে ঊষা অরুণ হেসে
করুণ্ বেশে!
দিগম্বরের জটায় লুটায় শিশু–চাঁদের কর!
আলো তার ভরবে এবার ঘর!
তোরা সব জয়ধ্বনি কর!!
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
sir you are great
yooooooooooooooooo
But born really late!
Oi herapheri