Uncategorized

পশমি বস্র ধৌতকরণে তুমি কি ধরনের সতর্কতা অবলম্বন করবে।

Daraz cupon Code
Rate this post
পশমি বস্র ধৌতকরণে তুমি কি ধরনের সতর্কতা অবলম্বন করবে।



পশমি বস্র অন্যান কাপড় থেকে তুলনামুলকভাবে বেশি দামি হয়ে থাকে। পশমি হওয়ার কারণে এই ধরণের কাপড়ে ময়লা ও ধুলোবালি কম বসে। তাই ধোয়ার আগে পানিতে ভিজিয়ে রাখতে হয় না।পশমি বস্র ধৌতকরণে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। নিন্মে যেসব সতর্কতা অবলম্বন করতে হয় তা উল্ল্যেখ করা হল:

১. পশমি বস্র ধৌত করার জন্য হালকা গরম পানি ব্যবহার করতে হবে। 
২. পশমি বস্র তাড়াতাড়ি ধুতে হয় কারণ অনেক্ষন পানিতে ভিজিয়ে রাখলে এ ধরেণর বস্ত্র শক্ত ও সংকুচিত হয়ে যায়। 
৩. পশমি বস্র সাধারণত কম ক্ষারযুক্ত মৃদু সাবান, গুঁড়া সাবান দিয়ে ধুতে হয়। 
৪. ধোয়ার কাজ শেষ হলে ভালোভাবে বস্র থেকে পানি বের করে দিতে হবে। 
৫. পশমি বস্র মৃদু সূর্যালোকে বা ছায়াযুক্ত স্থানে শুকাতে হয়। 


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button