অনলাইন নিউজ ডেস্ক।
করোনা সংক্রমণের হার সন্তোষজনকভাবে না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না। তবে হার কমার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কিন্তু ঠিক কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৪ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
![]() |
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি |
মন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলেও দেই তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে না। কারণ, সবার কাছে জীবনের নিরাপত্তাটার বিষয়টি আগে। আমরা কেউ চাইবো না আমাদের ছেলে-মেয়েদের এবং অন্য কারো ক্ষতি হোক। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ রয়েছে , আমরা সে অনুযায়ীই কাজ করছি।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে কবে সংক্রমণের হার কমবে, আর কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি বলতে পারছি না।
অনলাইন নিউজ ডেস্ক।