Uncategorized

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে অভিভাবকরা সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে নাঃ দীপু মনি

Rate this post

অনলাইন নিউজ ডেস্ক।

করোনা  সংক্রমণের হার সন্তোষজনকভাবে  না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না। তবে হার কমার পর  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য  শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কিন্তু ঠিক কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা  নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৪ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে অভিভাবকরা সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে নাঃ দীপু মনি
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি

 মন্ত্রী আরও বলেন,  বর্তমান পরিস্থিতিতে আমরা  যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলেও  দেই তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে না। কারণ, সবার কাছে জীবনের নিরাপত্তাটার বিষয়টি আগে। আমরা কেউ চাইবো না আমাদের ছেলে-মেয়েদের এবং অন্য কারো ক্ষতি হোক। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ রয়েছে , আমরা সে অনুযায়ীই কাজ করছি।

তিনি আরও বলেন, করোনা  সংক্রমণ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে কবে সংক্রমণের হার কমবে, আর কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি বলতে পারছি না।

অনলাইন নিউজ ডেস্ক।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

জীবনানন্দ দাশদেশের কবিতাবাংলা কবিতা

কবিতাঃ যতদিন বেঁচে আছি (জীবনানন্দ দাশ)

Rate this post

যতদিন বেঁচে আছি
জীবনানন্দ দাশ

যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে
অপরাজিতার মতো নীল হ’য়ে- আরো নীল- আরো নীল হ’য়ে
আমি যে দেখিতে চাই;- সে আকাশ পাখনায় নিঙড়ায়ে ল’য়ে
কোথায় ভোরের বক মাছরাঙা উড়ে যায় আশ্বিনের মাসে,
আমি যে দেখিতে চাই;- আমি যে বসিতে চাই বাংলার ঘাসে,
পৃথিবীর পথ ঘুরে বহু দিন অনেক বেদনা প্রাণে স’য়ে
ধানসিড়িটির সাথে বাংলার শ্মশানের দিকে যাব ব’য়ে,
যেইখানে এলোচুলে রামপ্রসাদের সেই শ্যামা আজো আসে,

যেইখানে কল্কা পেড়ে শাড়ি প’রে কোনো এক সুন্দরীর শব
চন্দন চিতায় চড়ে- আমের শাখায় শুক ভুলে যায় কথা;
যেইখানে সবচেয়ে বেশি রূপ- সবচেয়ে গাঢ় বিষন্নতা;
যেখানে শুকায় পদ্ম- বহুদিন বিশালাক্ষ্মী যেখানে নীরব;
যেইখানে একদিন শঙ্খমালা চন্দ্রমালা মানিকমালার
কাঁকন বাজিত, আহা, কোনোদিন বাজিবে কি আর

যতদিন বেঁচে আছি ⓒ জীবনানন্দ দাশ

[post_ads]কবি পরিচিতিঃ 
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯
জন্মস্থানঃ বরিশাল
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪ (বয়স ৫৫)
মৃত্যুর কারণ: ট্রাম দুর্ঘটনায়
সমাধি: ভারত
অন্য নাম: মিলু
পিতা: সত্যানন্দ দাশগুপ্ত
মাতা: কুসুমকুমারী দাশ
[সুত্রঃ জীবনানন্দ দাশ – উইকিপিডিয়া ##fa-external-link##]

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button