
মনে কর, তােমার নাম হাসিবুল হাসান। তােমরা নবম শ্রেণির সকল শিক্ষার্থী শিক্ষাসফরে যেতে চাও। এখন শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধানের কাছে একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ৯ এপ্রিল, ২০২০
প্রধান শিক্ষক
মনপুরা উচ্চ বিদ্যালয়
ভােলা।
বিষয় : শিক্ষাসফরে যাওয়ার প্রয়ােজনীয় অর্থ ও অনুমতি প্রদানের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের নবম শ্রেণির ছাত্রছাত্রী। এপ্রিল মাসের ১ তারিখে আমরা শিক্ষাসফরে যেতে চাচ্ছি। শ্রেণিকক্ষের সীমাবদ্ধ পাঠ্যসূচির বাইরে ব্যাবহারিক জ্ঞান অর্জনের জন্য এ শিক্ষাসফর সহায়ক হবে বলে মনে করি। আমরা ইতিহাসখ্যাত পাহাড়পুরের বৌদ্ধ বিহারে যেতে চাই। পাহাড়পুর সম্পর্কে আমরা পাঠ্যবইয়ে অনেক পড়েছি, বাস্তবে তা দেখে আমাদের জানার পরিধি আরও বাড়াতে চাই। অতএব, জনাবের নিকট প্রার্থনা, আমাদেরকে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও প্রয়ােজনীয় অর্থ বরাদ্দ করলে বিশেষভাবে বাধিত হব।
নিবেদক,
মনপুরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে,
হাসিবুল হাসান।