
জিজ্ঞাসাঃ টিভি দেখলে কি ওযু নষ্ট বা ভেঙ্গে যায়?
উত্তরঃ টিভি দেখলে ওযু নষ্ট হয় না। তবে টিভিতে এমন কিছু দেখলেন যা দেখার পর কামরস বের হয় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। অন্যথায় ওযু নষ্ট হবে না।
তবে যেহেতু ওযু করলে গুনাহ মাফ হয়ে যায়, সেহেতু টিভি দেখার পর ওযু করে নেওয়াই উত্তম।
আবূ হুরায়রা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
যখন কোন মুসলিম অথবা মু’মিন বান্দা অজু করে এবং তার চেহারা ধুয়ে নেয়, তখন তার চেহারা হতে পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে তার চোখের দ্বারা কৃত সকল গুনাহ বের হয়ে যায় যা সে চোখ দিয়ে দেখেছে। যখন সে তার দুই হাত ধোয় তখন তার দুই হাত দিয়ে করা গুনাহ পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায় যা তার দু’ হাত দিয়ে ধরার কারণে সংঘটিত হয়েছে। অনুরূপভাবে সে যখন তার দুই পা ধোয়, তার পা দ্বারা কৃত গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায় যে পাপের জন্যে তার দু’ পা হাঁটছে। ফলে সে (অজুর জায়গা হতে উঠার সময়) সকল গুনাহ হতে পাক-পবিত্র হয়ে যায়। (মুসলিম ২৪৪)