জ্ঞানই শক্তি অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি । Knowledge is the power paragraph for class 6 7 8 9 10

জ্ঞানই শক্তি
জ্ঞান বলতে সাধারণত ‘বোধবুদ্ধি’ বা বােঝার শক্তিকেই বোঝানো হয়ে থাকে। কোনাে বিষয় সম্বন্ধে ধারণা লাভ করার নামই জ্ঞান। যার জ্ঞানের পরিধি যত বেশি সে তত শক্তিশালী এবং তার যােগ্যতার পরিধিও তত বিস্তৃত। জ্ঞান মানুষের অন্তরের চোখ খুলে দেয়। তখন অন্যে যা দেখতে পায় না জ্ঞানী লােক তা দেখতে পায় বা অনুভব করতে পারে। অন্যের কাছে যা ধরা দেয় না জ্ঞানী লােকের কাছে তা ধরা দেয়। তাই জ্ঞান মানুষের নিজস্ব বড় সম্পদ। জ্ঞানের মাধ্যমে মানুষ নিজের যােগ্যতা প্রমাণ করতে পারে, কাজে সাফল্য অর্জন করতে পারে এবং রাখতে পারে দক্ষতার স্বাক্ষর। জ্ঞানের দ্বারাই মানুষ সভ্যতা ও সংস্কৃতির বিকাশ সাধন করছে এবং আবিষ্কার করছে সুখ-স্বাচ্ছন্দ্যের পথ। জ্ঞান মানুষের সেই বােধশক্তি যার সাহায্যে অজানা রহস্যের দ্বার উদঘাটিত হয় এবং জ্ঞান বা বােঝার শক্তি দিয়ে মানুষ বহু রহস্যের জট খুলে দেয়। মানবজীবনে জ্ঞানের প্রভাব যেমন গভীর, ভ্যতার বিকাশেও জ্ঞানের প্রভাব অপরিসীম। বর্তমান বিশ্বের মানুষ জীবনের যে বিচিত্র উন্নত ও উৎকৃষ্ট উপকরণ নিয়ে বসবাস করছে তা তার জ্ঞান সাধনারই ফল। অসংখ্য আবিষ্কার-উদ্ভাবনের মাধ্যমে মানুষ তার জ্ঞানের পরিচয় দিচ্ছে। মানুষ তার জ্ঞানের সাহায্যে বিশ্বকে নিজের করতলগত করছে। সারা বিশ্বের সম্পদ ভােগ করছে মানুষ তার জ্ঞানের শক্তির সাহায্যে। বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে আছে জ্ঞান। আদিম যুগের ইতিহাস খুঁজে বের করার পেছনে আছে জ্ঞান। চাঁদ ও মঙ্গলগ্রহে পৌছার পেছনে আছে জ্ঞানের শক্তি। অর্থাৎ জ্ঞানের সাহায্যে মানুষ পৃথিবী জয়ের পর আকাশ জয়ের প্রতিযোগিতা চালাচ্ছে। জ্ঞান মানুষের বিকাশ ও প্রতিষ্ঠার জন্যে অফুরন্ত শক্তি হিসাবে কাজ করছে। জ্ঞান মানুষকে যে যােগ্যতা দান করেছে। তার দ্বারা মানুষ সকল প্রতিকূল শক্তিকে পরাস্ত করে নিজের সর্বময় আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সমগ্র পৃথিবী আজ মানুষের পদানত। স্থল থেকে জলভাগ পর্যন্ত কোনাে কিছুই আজ মানুষের আয়ত্তের বাইরে নেই। এর মূলে আছে জ্ঞান। জ্ঞান ছাড়া কোনাে ক্ষেত্রেই সফলতা আসে না। সুতরাং জ্ঞানই প্রকৃত শক্তি।