এসেছে নতুন শিশু, তারে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ- পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবাে জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযােগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সারমর্ম : জন্ম-মৃত্যু এ পৃথিবীতে আসা-যাওয়ার একটি প্রক্রিয়া। জন্মের মধ্য দিয়ে নবীনদের আগমন আর মৃত্যুর মধ্য দিয়ে প্রবীণদের বিদায় ঘটে। এ বিদায় ও আগমনের মাঝখানে মানুষের অনেক দায়িত্ব রয়েছে। বহুমুখী সমস্যায় জর্জরিত আমাদের এ পৃথিবী। যারা বর্তমানে প্রবীণ তথা পৃথিবীতে আছেন তাদের উচিত অনাগতদের জন্য এমন একটি বাসযােগ্য পৃথিবী গড়ে তােলা যেখানে কোনাে জঞ্জাল ও সমস্যা থাকবে না। আর এটি করার জন্য আমাদের নবজাতকদের কাছে অঙ্গীকারাবদ্ধ হওয়া উচিত।
এতো সুন্দর ভাবে সারমর্ম টিকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ