ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ আপনি আচরি ধর্ম শিখাও অপরে
আপনি আচরি ধর্ম শিখাও অপরে
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
কোনাে উপদেশ অন্যকে দেওয়ার আগে নিজেকে তা পালন করতে হবে। উপদেশ দেওয়া আর উপদেশ পালন করা এক কথা নয়। উপদেশ দেওয়া যত সহজ উপদেশ পালন তত সহজ নয়। কারণ উপদেশ দাতাকে আগে উপদেশটি পালন করে দৃষ্টান্ত স্থাপন করতে হয় । তা না হলে তার উপদেশ পালন করতে কেউ আগ্রহ প্রকাশ করবে না। প্রতিনিয়তই আমরা নিজ পরিবার থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ, বন্ধু-বান্ধব একে অপরকে নানা বিষয়ে উপদেশ দিই। যে উপদেশ দেওয়া হল কিংবা যে নীতির কথা বলা হল সে-গুণাবলি নিজের মধ্যে রয়েছে কিনা তা আমরা খুব কমই বিবেচনা করি।
অবলীলায় আমরা সবাইকে ভালাে হবার উপদেশ দিই, অথচ অধিকাংশ ক্ষেত্রেই নিজেরা ভালাে নই। সুতরাং আমাদের সকলেরই উচিত অন্যকে ভালাে মানুষ হওয়ার উপদেশ দেওয়ার আগে নিজেরা ভালাে মানুষে পরিণত হওয়া। একইভাবে যিনি উপদেশ দানে যােগ্য নেতা হবেন তাকে সকলের আগে অবশ্যই নেতৃত্ব দেওয়ার মতাে গুণাবলি অর্জন করতে হবে।
পৃথিবীর উন্নত জাতিগুলাের ইতিহাস পর্যালােচনা করলে আমরা জানতে পারি, তারা তাদের চেষ্টা ও সাধনার মাধ্যমেই প্রতিষ্ঠার শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছে। মহানবী (স) একটি শিশুকে মিষ্টি না খাওয়ার উপদেশ দেওয়ার জন্য পনের দিন চেষ্টা করে তিনি মিষ্টি খাওয়া ত্যাগ করেছিলেন- এ কথা কে না জানে। বস্তুত নিজের জীবনে মহৎ গুণাবলি অর্জন করতে পারলেই অন্যকে মহৎ হওয়ার উপদেশ দেওয়ার যােগ্যতা অর্জন করা যায়।
আমাদেরও উচিত অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে সে বিষয়ে যােগ্য করে তোলা। যে বিষয় নিজে পালন করব না তার সম্পর্কে উপদেশ দেওয়ার অধিকার কারও নেই।
Valo Silo.