Uncategorized
ফসলের মৌসুম বলতে কি বুঝ
ফসলের মৌসুম বলতে কি বুঝ

একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল-ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ঐ ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে।
বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারাবছরকে প্রধানত দু’টি মৌসুমে ভাগ করা হয়েছে। যেমনঃ
১. রবি মৌসুম এবং
২. খরিপ মৌসুম
আরও উত্তরঃ
math slove pls
Thank You Very Much. Keep It Up!
keep it up