বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানঃ রাজা রামমোহন রায় ও সংস্কার

Rate this post

প্রশ্নঃ রাজা  রামমোহন রায়ের জন্ম কোথায় ?
উত্তরঃ হুগলী জেলায়।

প্রশ্ন: ভারতে প্রথম আধুনিক পুরুষ খ্যাতি অর্জন করেন কে ?
উত্তরঃ রাজা রামমোহন রায়। 
প্রশ্নঃ ঊনিশ শতকে বাংলার নবজাগরণের অগ্রদূত কে ছিলেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ রামমোহন রায় কোন ভাষার সুপণ্ডিত ছিলেন ?
উত্তরঃ আরবি-ফার্সি ভাষার। 
প্রশ্নঃ ‘তুফাত-উল-মোয়াহিদ্দীন’ নামের আরবি ও ফার্সি ভাষার একটি বই রচনা করেন কে ?
উত্তরঃ  রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ রামমোহন রায় ডিগবী সাহেবের অধীনে কোথায় চাকরি করেন ?
উত্তরঃ রংপুরে। 
প্রশ্নঃ একেশ্বরবাদের বাণী প্রচারে রামমোহন রায় কোন সমিতি গঠন করেন ?
উত্তরঃ আত্মীয় সভা। 
প্রশ্নঃ কত সালে ‘আত্মীয় সভা’ নামে সমিতি গঠন করা হয় ?
উত্তরঃ ১৮১৫ সালে। 
প্রশ্নঃ রামমোহন রায়  কত সালে ‘অ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ১৮২২ সালে। 
প্রশ্নঃ রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন কে ?
উত্তরঃ সম্রাট দ্বিতীয় আকবর। 
প্রশ্নঃ রামমোহন রায় কোথায় মৃত্যুবরণ করেন ?
উত্তরঃ ইংল্যান্ডের ব্রিস্টল শহরে।
প্রশ্নঃ আধুনিক ভারতের জনক বলা হয় কাকে ?
উত্তরঃ রাজা রামমোহন রায়কে। 
প্রশ্নঃ হিন্দুধর্মের পৌত্তলিকতা ও কুসংস্কারের নিন্দা করে একেশ্বরবাদ সম্পর্কে রামমোহন রায়ের প্রথম রচনার নাম কি ?
উত্তরঃ তুফাত-উল-মুয়াহিদ্দীন (১৮০৩) । 
প্রশ্নঃ রাজা রামমোহন রায় কোন পুস্তিকায় খ্রিষ্টধর্ম সম্পর্কে তার মতামত প্রকাশ করেন ?
উত্তরঃ The Precepts of Jesus (1820).
প্রশ্নঃ বেদান্তবাদ শিক্ষা দানের জন্য রামমোহন কোন কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ বেদান্ত কলেজ (১৮২৫).
প্রশ্নঃ একেশ্বরবাদ প্রচার করার জন্য ইউনিটেরিয়া কমিটি (১৮২১খ্রি.)নামক ধর্মসভা গঠন করেন কে ?
উত্তরঃ  রাজা রামমোহন রায়। 
প্রশ্নঃ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় কখন ?
উত্তরঃ ২ আগস্ট ১৮২৮। 
প্রশ্নঃ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কে রামমোহন রায়ের ঘনিষ্ঠ সহচর ছিলেন ?
উত্তরঃ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 
প্রশ্নঃ দ্বারকানাথ ঠাকুর ১৮২৯ সালে রামমোহনের সহায়তায় কোন পত্রিকা প্রকাশ করেন ?
উত্তরঃ বেঙ্গল হেরাল্ড ও বঙ্গদূত পত্রিকা। 
প্রশ্নঃ কোন সমাজসংস্কারক বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলিন্য প্রথা, গঙ্গা সাগরে সন্তান বিসর্জন, শিশুকন্যা হত্যা প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে চরম আন্দোলন গড়ে তোলেন ?
উত্তরঃ  রাজা রামমোহন রায়। 
প্রশ্নঃ কোন ব্রিটিশ শাসক গঙ্গা সাগরে সন্তান বিসর্জন ও শিশুকন্যা হত্যা নিষিদ্ধ করেন ?
উত্তরঃ উইলিয়াম বেন্টিক। 
প্রশ্নঃ ইংরেজি-বাংলা দ্বিভাষিক ব্রাহ্মনিক্যাল ম্যাগাজিনটির নাম কি ছিল ?
উত্তরঃ ব্রাহ্মণ সেবখি। 
প্রশ্নঃ কাকে ভারতীয় রেনেসাঁস বা নব জাগরণের অগ্রদূত বলা হয় ?
উত্তরঃ রাজা রামমোহন রায়কে। 
প্রশ্নঃ বাংলাভাষায় বেদান্তের ভাষ্য রচনা এবং ‘ঈশ’ ‘কেন’ ‘কঠ’ প্রভৃতি উপনিষদ প্রকাশ করেন কে ?
উত্তরঃ  রাজা রামমোহন রায়। 
প্রশ্নঃ ‘ব্রাহ্ম-সমাজ ‘ নামের পরিবর্তে ‘ব্রাহ্ম ধর্ম’ নাম গ্রহণ করা হয় কবে ? 
উত্তরঃ ১৮৪৩ সালে। 
প্রশ্নঃ ব্রাহ্ম সমাজ মোট কয়টি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল ?
উত্তরঃ তিনটি। যথা – আদি সমাজ, নব-বিধান, সাধারণ ব্রাহ্ম সমাজ। 
প্রশ্নঃ আদি ব্রাহ্ম সমাজ এর প্রধান ছিলেন কে ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button