অনেকেই মনে করেন ঠোঁট কালো হওয়ার পেছনে ধূমপানই প্রধান কারণ। তবে শরীরে ক্যান্সার বাসা বাঁধলেও এমনটি হতে পারে। কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?
ত্বক ও চুলের যত্নে আমরা অনেক সচেতন হলেও ঠোঁটের যত্নের ব্যাপারে আমরা প্রায় উদাসীন। তাই ঠোঁটের রং বদলানো নিয়ে অনেকেরই মাথাব্যথা থাকে না। কিন্তু জানেন কি, এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো বিপদ? অনেকেই মনে করেন ঠোঁট কালো হওয়ার প্রধান কারণ ধূমপান। নিকোটিন এবং বেনজোপাইরিন ত্বকে মেলানিনের উৎপাদন বাড়ায়। এতে ঠোঁট কালো হয়ে যেতে পারে। এ ব্যাপারে কতজন সতর্ক! তবে এটাই একমাত্র কারণ নয়, ঠোঁটে ক্যান্সার বাসা বাঁধলেও রঙের পরিবর্তন হতে পারে।
ঠোঁটের ক্যান্সার কেন হয়?
সূর্য থেকে আসা অতিবেগুনী বিকিরণ মূলত ঠোঁটের ক্যান্সারের জন্য দায়ী। যারা বাড়ির বাইরে কাজ করেন তাদের এটি বেশি হয় এবং তাদের ঠোঁটের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া তামাক ও অ্যালকোহলে আসক্তি থাকলেও এ ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
কোনো লক্ষণ দেখলে সাবধান?
১) ঠোঁটে কালশিটে, লাল দাগ, ক্ষত, ফোসকা এবং ফোলাভাব যদি দীর্ঘ দিনেও না কমে।
২) ঠোঁটে লাল, সাদা দাগ বা আবরণ।
৩) ঠোঁটে রক্তপাত বা ব্যথা।
৫) চোয়াল ফুলে যাওয়া।
৫) অবিরাম দাঁত ব্যথা।
উল্লেখ্য, এই সমস্ত লক্ষণ ঠোঁটের ক্যান্সারের উপসর্গ হতে পারে বা নাও হতে পারে। সঠিক নির্ণয়ের জন্য আপনি যদি এই সমস্ত লক্ষণগুলি দেখতে পান তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ।