Uncategorized

“ব্যবসায় উদ্যোগ” অষ্টম সপ্তাহ এসএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট এর উত্তর

Rate this post
"ব্যবসায় উদ্যোগ" অষ্টম সপ্তাহ এসএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট এর উত্তর
ব্যবসায় উদ্যোগ অষ্টম সপ্তাহ এসএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট

  “ব্যবসায় উদ্যোগ” অষ্টম সপ্তাহ এসএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট এর উত্তর – Bebsay Uddog SSC 2021 8th Week Assignment Answer

অ্যাসাইনমেন্ট নম্বরঃ ৬
অধ্যায়ঃ ৪
অধ্যায়ের শিরোনামঃ মালিকানা ভিত্তিতে ব্যবসায়

অ্যাসাইনমেন্ট শিরোনামঃ ‘প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন হিসাবে এক মালিকানা ব্যবসায় এখনাে অপ্রতিদ্বন্দ্বী’ বক্তব্যের যথার্থতা নিরূপণ


নিধারিত কাজঃ

"ব্যবসায় উদ্যোগ" অষ্টম সপ্তাহ এসএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট এর উত্তর
ব্যবসায় উদ্যোগ এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ

“ব্যবসায় উদ্যোগ” অষ্টম সপ্তাহ এসএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট এর উত্তর

ক) এক মালিকানা ব্যবসায়ের ধারণাঃ

যিনি বা যারা মূলধন দেন, মেধা ও শ্রম ব্যয় করে এটাকে গড়ে তােলেন তারাই ব্যবসায়ের মালিক। ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবসায় গঠিত হতে পারে। প্রাচীনকাল হতে দ্রব্য বিনিময়ের মাধ্যমে এক ব্যক্তিকেন্দ্রিক এক মালিকানা ব্যবসায়ের শুরু। 

একজন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্য মূলধন সংগ্রহ করে যে ব্যবসায় গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রন করে এবং অনিশ্চয়তা থেকে সৃষ্ট ঝুঁকি বহন করে ও সমুদয় মুনাফা ভােগ করে তাকে এক মালিকানা ব্যবসায় বলে।

এক মালিকানা ব্যবসায় গঠন করা অত্যন্ত সহজ। স্বল্প অর্থ নিয়ে যে কেউ একমালিকানা ব্যবসায় শুরু করতে পারেন। এ জাতীয় ব্যবসায়ের আয়তন ছােট হয় বলে বেশি অর্থের প্রয়োজন হয় না। ব্যবসায় শুরু করতে আইনগত তেমন কোন ঝমেলা না থাকার কারণে এক মালিকানা ব্যবসায় খুবই জনপ্রিয়। গ্রামে-গঞ্জে, হাট-বাজারে বা রাস্তার পাশে, কিংবা নিজ বাড়ীতে যে কেউ ছােট-খাটো ব্যবসায় শুরু করতে পারে। তবে শহরে বা পৌরসভা এলাকায় উদোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসায় আরম্ভ করতে হয়। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠন এক মালিকানার ভিত্তিতে গঠিত। শুধু তাই নয়, ইউরােপ ও আমেরিকার প্রায় ৮০% ব্যবসায় একমালিকানাভিত্তিক। আমাদের দেশের সাধারন মুদি দোকান, চায়ের দোকান, সবজি দোকান, অধিকাংশ খুচরা দোকান একক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

উদাহরণঃ কুটির শিল্প, মুদির দোকান, পান-বিড়ির দোকান, টেইলারিং, গার্মেন্টস কারখানা, ফিলিং স্টেশন ইত্যাদি এক মালিকানা ব্যবসায়ের প্রকৃষ্ট উদাহরণ।

খ) এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যঃ 

প্রাচীনতম ও জনপ্রিয় সংগঠন হলাে এক মালিকানা ব্যবসায় সংগঠন। এক মালিকানা ব্যবসায়ের এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যার জন্য অন্যান্য ব্যবসায় সংগঠন হতে অতি সহজে পৃথক করা যায়। আর যে সকল বৈশিষ্ট্যের কারণে নিজস্ব স্বকীয়তা নিয়ে বর্তমান পর্যন্ত টিকে আছে তা নিয়ে বর্ণনা করা হলােঃ 

১. একক মালিকানাঃ এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন ব্যক্তি। তিনি ব্যবসায়ের সবকিছুর স্বত্বধিকারী এবং নিজের প্রচেষ্টা দ্বারা অর্থ সংগ্রহ করে ব্যবসায় গঠন ও পরিচালনা করে থাকে। 

২. সহজ গঠনঃ অতি সহজে এই জাতীয় ব্যবসায় সংগঠন গড়ে তােলা যায়। আইনগত ঝামেলা না থাকার জন্য একজন উদ্যোক্তা কম শ্রম ও সময়ের মধ্যে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠিত করতে পারে। 

৩. স্বল্প মূলধনঃ স্বল্প মূলধন নিয়ে অল্প পরিসরে এক মালিকানা ব্যবসায়ের কার্যক্রম শুরু করা যায়। কম পরিমাণে বিনিয়ােগ দ্বারা এই জাতীয় ব্যবসায় করা যায় বলে আমাদের দেশে গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, শহরে ইত্যাদি জায়গায় এক মালিকানা ব্যবসায়ের প্রচলন বেশি। 

৪. একক নিয়ন্ত্রণঃ এক মালিকানা ব্যবসায়ের পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, কর্মী নিয়ােগ, নেতৃত্ব ও নিয়ন্ত্রণের কাজ মালিক নিজে করে থাকেন।

৫. অসীম দায়ঃ এই জাতীয় ব্যবসায়ের মালিক একজন ব্যক্তি বলে তাকে সকল ব্যবসায়িক দায় পরিশােধ করতে হয়। একজনের উপর সকল দায় অর্পণ হয় বলে হয় বলে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম হয়। 

৬. ক্ষুদ্র আকারঃ প্রায় অধিকাংশ এক মালিকানা ব্যবসায় সংগঠনের আকার ও আয়তন ছােট হয়ে থাকে। ক্ষুদ্র আকারের জন্য মূলধন কম লাগে, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন সহজ বলে বর্তমানে এক মালিকানা ব্যবসায়ের সংখ্যা বেশি। 

৭. পৃথক সত্তাহীনতাঃ পৃথক সত্তা হিসাবে এক মালিকানা ব্যবসায়কে নিবন্ধিত হতে হয় না বলে এর কোনাে পৃথক সত্তা থাকে না। এখানে ব্যক্তি ও ব্যবসায় অভিন্ন সত্তা হিসাবে বিবেচিত হয়। 

৮. একক মুনাফা ও লােকসান বন্টনঃ  এক মালিকানা ব্যবসায়ের অর্জিত সমুদয় মুনাফা মালিক একা ভােগ করে। আর লােকসান হলে তাকে বহন করতে হয়। 

৯. একক ঝুঁকিঃ মালিক একা যেহেতু সকল মুনাফা ভােগ করে সেহেতু ব্যবসায়ের সকল ঝুঁকি তাকে বহন করতে হয়। ব্যবসায়ের অনিশ্চয়তা থেকে ঝুঁকির উদ্ভব হয়।

১০. অনিশ্চিত আয়ুস্কালঃ এক মালিকানা ব্যবসায়ের শুরু ও পরিসমাপ্তি সম্পূর্ণরূপে এর মালিকের উপর নির্ভর করে। ব্যবসায়ের মুনাফা অর্জন অব্যাহত থাকলে ও মালিকের পরিচালনার ইচ্ছা থাকলে এক মালিকানা ব্যবসায় চলতে থাকে। 

উপরিউক্ত বৈশিষ্ট্যাবলি বিশ্লেষণে দেখা যায়, এক মালিকানা ব্যবসায় অত্যন্ত সহজ প্রকৃতির ও জটিলতা মুক্ত। অসীম দায়, একক ঝুঁকির মতাে কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকার পরও এটি অত্যন্ত জনপ্রিয় ব্যবসায় সংগঠন।

(নোটঃ এখানে ১০টি বৈশিষ্ট্য দেওয়া হল। তোমারা যেকোনো ৮ টি লিখবে)

গ) এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহঃ

এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র বর্তমানে সময় বৃহদায়তন ব্যবসায় জগত পরিমন্ডলের ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারন হয়েছে। এই বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযােগিতা করে ক্ষুদ্র এক মালিকানার ব্যবসায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এক মালিকানা ব্যবসায়ের এমন কিছু বিশেষ ক্ষেত্র লক্ষণীয় যেখানে অন্য ব্যবসায় এর সাথে প্রতিযােগিতায় অবতীর্ণ হতে পারে না। নিম্নে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ উল্লেখ করা হলােঃ 

১. স্বল্প মূলধনের ব্যবসায়ঃ যে সকল ব্যবসায় পরিচালনা ও গঠন করতে স্বল্প মূলধন লাগে সেই ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় উপযুক্ত। যেমন: মুদির দোকান, পান-বিড়ির স্টোর, সবজির দোকান ইত্যাদি। 

২. খুচরা বিক্রয়ের ব্যবসায়ঃ যে সকল পণ্যকে চূড়ান্ত ভােক্তার কাছে পৌছানাের জন্য খুচরা বিক্রেতার প্রয়ােজন হয় সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় খুব উপযুক্ত। যেমন: বিশ্বের সেরা খুচরা বিক্রেতার দোকান ওয়ালমার্ট স্টোর। 

৩. পচনশীল পণ্যঃ পচনশীল পণ্যের ব্যবসায় সাধারনত এক মালিকানার ভিত্তিতে গড়ে উঠে। যেমন: ফলমূল, শাকসবজি, মাছ-মাংস ইত্যাদির ব্যবসায়। 

৪. সীমিত চাহিদার পণ্যঃ এমন কিছু পণ্য আছে যার উৎপাদন ও চাহিদা একটা বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এ ধরনের পণ্যের ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ই উপযুক্ত। যেমন: হােটেল, রেস্তোরা ইত্যাদি। 

৫. পেশাদারি ব্যবসায়ঃ যে সকল ব্যবসায়ের ক্ষেত্রে একজন দক্ষ পেশাদার ব্যক্তির প্রয়ােজন হয় সেই ক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় উপযুক্ত। যেমন: ডাক্তারি, আইন ব্যবসায়, প্রতিনিধি ব্যবসায় ইত্যাদি। 

৬. কুটির শিল্পঃ ক্ষুদ্র শিল্পে কম শ্রমিক ও মূলধনের প্রয়ােজন হয়। তাই উক্ত ক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় উপযুক্ত। যেমন: বাঁশ ও বেঁতের শিল্প, তাঁত শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। 

৭. শৈল্পিক কর্মের ব্যবসায়ঃ যে সকল ব্যবসায়ের ক্ষেত্রে ব্যক্তির নৈপুণ্য, শিল্পকর্ম ও সুনাম জড়িত রয়েছে সেই ক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় বেশি উপযােগী। যেমন: শিল্প কর্ম, আলােক চিত্র, স্বর্ণকারের দোকান ইত্যাদি। 

৮. কৃষিজাত পণ্যের ব্যবসায়ঃ কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত বলে বিবেচিত হয়। যেমন: ধান ব্যবসায়, আলু ব্যবসায়, কাঁচামালের ব্যবসায় ইত্যাদি।

৯. প্রত্যক্ষ সেবাদানঃ যে ব্যবসায় থেকে ভােক্তাগণ প্রত্যক্ষভাবে সেবা পেতে আগ্রহী হয় সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উত্তম। যেমন: চুলকাটার সেলুন, লন্ড্রির দোকান ইত্যাদি। 
১০. প্রকাশনা ব্যবসায়ঃ স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনা ব্যবসায় এক মালিকানা ভিত্তিতে গড়ে উঠা উত্তম। যেমন: খবরের কাগজ, বইপত্র, ম্যাগাজিন ইত্যাদি ব্যবসায়। 
উপরিউক্ত আলােচনা থেকে বােঝা যায় যে, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হলাে স্বল্প মূলধন, শ্রম, ঝুঁকি ও কারিগরি দক্ষতা নিয়ে গড়ে উঠা ব্যবসায়সমূহ। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলােতে এ জাতীয় ব্যবসায় পরিলক্ষিত হয়।
(নোটঃ এখানে ১০টি  ক্ষেত্র দেওয়া হল। তোমারা যেকোনো ৮ টি লিখবে)

ঘ) এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণঃ

এক মালিকানা সংগঠন ব্যবসায় সংগঠনগুলাের মধ্যে প্রাচীনতম। তবে প্রাচীনতম ব্যবসায় হলেও বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযােগীতা করে এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় হিসেবে টিকে আছে। এক মালিকানা ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য ও সুবিধা আছে যে কারনে এ জাতীয় ব্যবসায় সকলের নিকট জনপ্রিয়। তবে যেসব বৈশিষ্ঠ্য এক মালিকানা ব্যবসায়কে বড় ধরনের ব্যবসায়গুলাের পাশাপাশি জনপ্রিয়তার সাথে টিকে থাকার সুযােগ করে দিয়েছে সেগুলাে নিম্নে দেয়া হলাে:

১. সহজ গঠনঃ  বৃহদায়তন ব্যবসায়ের মত এক মালিকানা ব্যবসায় গঠনে কোন আইনগত প্রক্রিয়া অবলম্বন করতে হয় বা জটিলতা পােহাতে হয় না। সামান্য মুলধন নিয়ে যে কেউ এ ব্যবসায় গঠন করতে পারে। 

২. স্বল্প মুলধনঃ  এমন কিছু ব্যবসায় আছে যেগুলাের জন্য বেশী অর্থের প্রয়ােজন পড়ে না। সে জাতীয় ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায়ই সবচেয়ে বেশী উপযােগী বলে বিবেচিত হয়। যেমন পানের দোকান, সবজির দোকান প্রভৃতি। 

৩. স্বাধীনতাঃ  এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিককে সিদ্ধান্ত গ্রহন, নিয়ন্ত্রনে কারাে সহায়তা নিতে হয় না বলে পূর্ণ স্বাধীনতা ভােগ করে । যা অন্য ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তাই করা যায় না । 

৪.ঝুঁকি কমঃ যে সকল ব্যবসায় ঝুঁকি কম সেগুলিই সবাই পছন্দ করে। কেননা কম আয়ের লােকেরা সাধারনত ঝুঁকি এড়িয়ে চলতে চান। ফলে তারা এমন ব্যবসায়ই বেশী পছন্দ করেন। 

পরিশেষে বলা যায়, বৃহদায়তন ব্যবসায়ের তুলনায় কতকগুলাে সুবিধা বেশী থাকায় প্রাচীন এক মালিকানা ব্যবসায় আজকের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে এবং বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযােগিতায় দাপটের সাথে টিকে আছে। তাইতাে বিশ্ব ব্যবসায় জগতের প্রায় ৮০% ব্যবসায় একক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Back to top button