ভাবসম্প্রসারণ – বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি।
ভাবসম্প্রসারণ: বাঙালি জাতি গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ। কখনাে কোনাে অন্যায়ের সাথে আপস না করার মানসিকতা বাঙালির চিরদিনের। কখনাে কারাে অধীনতা স্বীকার করে মাথা নিচু না করা বাঙালির চরিত্রের বৈশিষ্ট্য।
অন্যায় ও শােষণের বিরুদ্ধে বাঙালির অবস্থান চিরকালই দৃঢ়। তাই বাংলা বারবার প্রতিবাদের আগুনে দগ্ধ হয়েছে। বাংলার নবাবদের পরাজিত করে বাংলাকে ব্রিটিশরা তাদের অধিকারে নিয়ে নেয়। দীর্ঘ দুইশ বছরের শাসন, শােষণ শেষে বাংলাকে পাকিস্তানের সাথে যুক্ত করে নামমাত্র স্বাধীনতা দেওয়া হয়। পাকিস্তানিদের বিমাতাসুলভ আচরণ বাঙালিদের অল্পকাল পরেই মুক্তির জন্য সংগ্রামী করে তােলে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জীবন দিয়ে প্রথম তাদের সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। ১৯৭১ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পাকিস্তানিরা এদেশের মানুষের রক্তে বাংলাকে রঞ্জিত করে। তবুও বাংলার দামাল ছেলেরা ভয় পেয়ে পিছিয়ে যায়নি। পাকিস্তানি বাহিনী বাঙালির অসীম শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। ফলশ্রুতিতে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা।
বিভাগঃ ভাবসম্প্রসারণ
Thik