প্রবাদ - প্রবচনবাংলা ব্যাকরণ

প্রবাদ – প্রবচন (অ আ ই উ ঊ এ ও) – পর্ব ১

Rate this post

প্রবাদ - প্রবচন (অ আ ই উ ঊ এ ও) - পর্ব ১
অল্প বিদ্যা ভয়ংকরী- জ্ঞানের স্বল্পতা বিপজ্জনক।
অভাবে স্বভাব নষ্ট – অভাবে পড়লে সততা থাকে না।
অতি ভক্তি চোরের লক্ষণ – বেশি শ্রদ্ধা দেখানােতে হীন স্বার্থ ভেতরে লুকায়িত।
অতি লােভে তাঁতি নষ্ট – বেশি লােভ করলে সর্বস্ব হারাতে হয়।
অতি চালাকের গলায় দড়ি – বেশি চালাকি করে অন্যকে ঠকাতে গেলে অনেক সময় নিজের ক্ষতি হয়।
অল্প শােকে কাতর অধিক শােকে পাথর – সামান্য দুঃখে ভারাক্রান্ত হয় কিন্তু বেশি দুঃখে।
তিনি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট – বেশি লােকে কাজ নষ্ট হতে পারে।

আপনি বাঁচলে বাপের নাম – নিজের স্বার্থ বড় করে দেখা।
আপ ভালেতাে জগৎ ভালাে – নিজে সৎ হলে অন্য কেউ ক্ষতি করতে পারে না।
আঙুল ফুলে কলাগাছ – সামান্য অবস্থা থেকে প্রচুর সম্পদের মালিক হওয়া।
আদার বেপারির জাহাজের খবর – সামান্য ব্যক্তির কোনাে বড় ব্যাপারে মাথা গলানাে।
আঠারাে মাসে বছর – অতিশয় দীর্ঘসূত্রিতা।
আপনার ঢােল আপনি বাজানাে – নিজের কথা নিজেই প্রচার করা।
আগুন পােহাতে ধোয়ার কষ্ট – কষ্টের মধ্যদিয়ে স্বার্থ উদ্ধার।

ইচ্ছে থাকলে উপায় হয় – সাধনায় যেকোনাে কাজের সমাধান হতে পারে।
ইটটি মারলে পাটকেলটি খেতে হয় – অপরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হতে পারে।
ইলং যায় না ধুলে স্বভাব যায় না মরলে – স্বভাবের কোনাে পরিবর্তন কখনও হয় না।
উ, ঊ
উচিত কথায় বন্ধু বেজার – সত্য কথা শুনলে আপনজন রুষ্ট হয়।
উদোর পিণ্ডি বুধাের ঘাড়ে – নির্দোষ ব্যক্তির ওপর অপরাধীর দোষ চাপানো ।
উল্টা বুঝিলে রাম – ভালাে কথার মন্দ ব্যাখ্যা করা।
উল বনে মক্ত ছড়ানাে – অযােগ্য পাত্রে মুল্যবান বণ্ডদান করা।
উঠন্তি মূলা পত্তনেই বুঝা যায় – কাজের শুরু দেখলেই পরিণাম বােঝা যায়।
উড়ে এসে জুড়ে বসা – অবাঞ্ছিত ব্যক্তির আধিপত্য।
উনাভাতে দুনা বল – অল্প আহার স্বাস্থ্যপ্রদ।
উনবর্ষা দুনাে শীত – অল্প বর্ষা হলে শীত বেশি হয়।
এ , ও
এক হাতে তালি বাজে না – একজনে বিবাদ হয় না।
এক ঢিলে দুই পাখি মারা – এক সঙ্গে দুই উদ্দেশ্য পূর্ণ করা।
এক মাঘে শীত যায় না – বিপদ একবারই আসে না।
একে নাচুনি বুড়ি তাতে পড়েছে ঢােলে বাড়ি – ইন্ধন জোগানো ।
এক মুরগি দুবার জবাই করা – এক কাজ বার বার করা।
একতাই বল – সমষ্টির শক্তিই প্রকৃত শক্তি।
এক ক্ষুরে মাথা কামানাে – একরকম অপরাধে অপরাধী হওয়া।
ওজন বুঝে চলা – নিজের মান সম্মান রক্ষা করে চলা।
ওঠ ছুঁড়ি তাের বিয়ে – হঠাৎ করে কোনাে গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা।
ওস্তাদের মার শেষ রাতে – দক্ষ ব্যক্তি পরিশেষে সফল হয়।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button