প্রবাদ - প্রবচন

প্রবাদ – প্রবচন (ক খ গ ঘ)

Daraz cupon Code
Rate this post

বংলা প্রবাদ প্রবচন ক থেকে ঘ পর্যন্ত 

   ক   

কাঙালের কথা বাসি হলেও ফলে – সাধারণের যুক্তি ভবিষ্যতে কাজে লাগতে পারে।
কারাে পৌষ মাস, কারাে সর্বনাশ – একই কারণে কারও উন্নতি কারও ক্ষতি।
কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরােনাে – ছােট কিছু খুঁজতে গিয়ে বড় কিছু পাওয়া।
কাটা ঘায়ে নুনের ছিটা – কষ্টের ওপর অধিক কষ্ট।
কপালে নাইকো ঘি, ঠক ঠকালে হবে কী – ভাগ্যে না থাকলে শত চেষ্টায় কিছু হয় না।
কিলিয়ে কাঁঠাল পাকানাে – জোর করে কাজের উপযুক্ত করার চেষ্টা।
কষ্ট না করলে কেষ্ট মেলে না – পরিশ্রম ছাড়া সাফল্য হয় না।
কাজের বেলায় কাজি, কাজ ফুরালে পাজি – স্বার্থ সিদ্ধির পর গুরুত্ব না দেয়া।
কানা ছেলের নাম পদ্ম লােচন – বাস্তবের সাথে সামঞ্জস্য না থাকা।
কত ধানে কত চাল – অভিজ্ঞতা দিয়ে সঠিক অবস্থা জানা।
কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস – সময় থাকতে কাজে না-লাগালে অসময়ে আর কাজ হয় না।
কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে – খারাপ লোক সহজে তার স্বভাব পরিবর্তন করতে পারে না।
কইয়ের তেলে কই ভাজা – যার কাজ তাকে দিয়েই কাজ হাসিল করা।
কত ধানে কত চাল (হয়) – কোনো বিষয়ের প্রকৃত অবস্থা বা খবর।
কপালগুণে গোপাল ঠাকুর – ভাগ্য ভালো থাকলে অযোগ্য ব্যক্তিও বড়ো হয়।
কপালের লিখন যায় না খণ্ডন – ভাগ্যে যা আছে তা ঘটবেই।
কড়িতে বাঘের দুধ মিলে – অর্থে দুষ্প্রাপ্য বস্তুও সুলভ হয়।
কয়লা ধুলে ময়লা যায় না – স্বভাবের পরিবর্তন হওয়া কঠিন।
কাকের মাংস কাকে খায় না – স্বজন বা স্বগোত্রের প্রতি অনুরাগ।
কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কৈ – একের পরিশ্রমে অন্যের বিলাসিতা
কাঙালের কথা বাসি হলে ফলে – ছোটো মানুষের সঠিক কথা প্রথমে উপেক্ষিত হলেও পরবর্তীতে ঠিকই সত্য হিসেবে প্রমাণিত হয়।
কুমিরের সঙ্গে বিবাদ করে পানিতে বাস – যার যেখানে প্রভুত্ব সেখানে তার সাথে বিবাদ করে বাস করা যায় না।
কুল রাখি না শ্যাম রাখি – উভয় সঙ্কটে পড়া।

   খ   

খাল কেটে কুমির আনা – নিজের বিপদ নিজে ডেকে আনা।
খুঁটির জোরে মেড়া কোঁদে – শক্তিমানের শক্তিতে অযােগ্য ব্যক্তির শক্তি দেখানাে।
খিদে পেলে বাঘেও ধান খায় – প্রয়ােজন নিয়ম দ্বারা পরিচালিত হয় না।
খােদার মার দুনিয়ার বার – স্রষ্টার শক্তি মানুষের জানার বাইরে।
খালি কলসির শব্দ বেশি – অন্তঃসার শূন্য।
খাজনার চেয়ে বাজনা বেশি – কাজের চেয়ে প্রচার বেশি।
খাচায় পুরে খোঁচা মারা – আয়ত্তে এনে অত্যাচার করা।

   গ   
গরু মেরে জুতাে দান – বেশি ক্ষতি করে সামান্য কিছু দিয়ে ক্ষতিপূরণ করা। 
গাছের খাওয়া তলার কুঁড়ানাে – সবকিছুই নিজেই ভােগ করা। 
গাল টিপলে দুধ বেরােয় – একেবারে অবােধ।
গােড়া কেটে আগায় পানি দেয়া – দোষ শুধরানাের চেষ্টা। 
গাছে তুলে মই কেড়ে নেয়া – বিপদে ফেলে আত্নগােপন। 
গোঁফ দেখেই শিকারি বিড়াল চেনা যায় – নমুনাতেই সব বােঝা যায়।
গেঁয়াে যােগী ভিখ পায় না – গুণি আপনজনদের কাজে সমাদর পায় না।
গাছে কাঁঠাল গোঁফে তেল – কাজ না করে সাফল্যের স্বপ্ন।
গাঁয়ে মানে না আপনি মােড়ল – কেউ না মানলেও নিজেকে বড় ভাবা। 
গােদের ওপর বিষ ফোঁড়া – বিপদের ওপর বিপদ। 
গাল বাড়িয়ে চড় খাওয়া – ইচ্ছে করে বিপদ ডেকে আনা।
গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন – অধ্যবসায়ের ফলে দক্ষতা আসে।
গাছে না উঠতেই এক কাঁদি – কাজ আরম্ভ করার সাথে সাথে ফলের প্রত্যাশা করা।
   ঘ   
ঘােড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া – উপরওয়ালাকে এড়িয়ে কিছু করার চেষ্টা। 
ঘটি ডােবে না, নামে তালুকদার – কিছু না থাকলেও অহংকার প্রকাশ করা। 
ঘাম দিয়ে জ্বর ছাড়া – বড় কোনাে বিপদ থেকে উদ্ধার পাওয়া। 
ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি – চতুর ব্যক্তিকে কৌশলে জব্দ করার ইঙ্গিত।
ঘুটে পােড়ে, গােবর হাসে – নিজের পরিণাম একইরকম হতে পারে তা না ভেবে উল্লাসিত হওয়া। 
ঘরের খেয়ে বনের মেষ তাড়ানাে – বিনা পারিশ্রমকে অর্থহীন কাজে অংশ নেয়া। 
ঘােড়ার ঘাস কাটা – অকাজে সময় নষ্ট করা।
ঘরের শত্রু বিভীষণ – যে শত্রু আপনজন।
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় – পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সব সময় আতঙ্কগ্রস্ত থাকে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

মন্তব্য করুন

Back to top button