Paragraphs

A Rainy Day | Paragraph

Rate this post

A Rainy Day | Paragraph

Write a paragraph on “A Rainy Day”. Your writing should address the following questions.

(a) What is a rainy day? 

(b) How is a rainy day? 

(c) How do people feel on a rainy day? 

(d) What do animals do on a rainy day? 

(e) What is your feeling on the day?

A Rainy Day 

A rainy day is a day when it rains almost all day long. Such a day is dull with drizzling and torrential rainfall. The sky often remains cloudy and it is dark all around. The day itself is gloomy. The roads become muddy and slippery. One cannot go out without an umbrella. Sometimes, the roads and fields go underwater and people face serious problems to reach their homes or working places. In cities, sometimes, roads are flooded with rainwater and then open manholes become very dangerous because people cannot trace where they are underwater. Children cannot attend school or go out to play. Birds and animals remain in their respective nests and sheds. But, the poor suffer a lot as rainwater comes into their huts. They cannot go out for work. So, some of them remain unfed. However, I feel very happy on a rainy day and sometimes I become a poet with the rhythm of torrent.

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

অনুচ্ছেদ

একটি বর্ষণমুখর দিন – অনুচ্ছেদ

Rate this post

প্রিয় ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণির শিক্ষার্থীরা আজ  একটি বর্ষণমুখর দিন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব।
বর্ষা সবার কাছেই পছন্দের। আবার কারও কারও কাছে তা আবার কষ্টের কারণ। অনুচ্ছেদটি বিভিন্ন বই থেকে সংগ্রহ করে লিখা হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে।

একটি বর্ষণমুখর দিন
বর্ষা মাঝে মাঝে ভালাে লাগে আবার খারাপও লাগে। আর বর্ষণমুখর দিনের কথা আমাদের দেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন আঙ্গিক সৃষ্টি করে। এটি কারাে জন্য পৌষ মাসের মতাে আবার কারাে জন্য সর্বনাশ ডেকে আনে। 

একটি বর্ষণমুখর দিন -  অনুচ্ছেদ

দৃশ্যপটে বাংলার প্রকৃতিতে বর্ষা এক মােহনীয় সৌন্দর্যে উদ্ভাসিত। গ্রীষ্মের রৌদ্র দহনের পরে বর্ষার সিগ্ধ জলধারা জীবন ও  নিয়ে আসে শীতল প্রশান্তি। বিবর্ণ পাণ্ডুরতা মুছে নির্জীব বৃক্ষলতা সজীবতায় প্রাণবন্ত হয়ে ওঠে। ক্ষীণস্রোতা নদী হয়ে ওঠে প্রমত্ত-বেগবান। বর্ষণমুখর দিনে মাঠ-ঘাট ভরা অথই জলের চঞ্চল রূপের বিচিত্র আবহ অনবদ্য হয়ে ধরা দেয়। নবীন মেঘের কাজল বরণ আঁচলে সারা দিন ঢাকা থাকে আকাশ। সকাল থেকেই আকাশ নিবিড় কালাে মেঘের আবরণে অবগুণ্ঠিত। চারদিকে কোমল প্রশান্তি আর সজল স্নিগ্ধতা। আকাশ তলে দলে দলে মেঘ ভেসে যায়। জামের বলে, আমের বনে, নদীর ধারে, কাশের বনে, মাঠের শেষে শ্যামল বেশে কেবলই মেঘের আনাগােনা। এক উদাস স্বপ্ন বিহ্বলতায় মন যে কোথায় হারিয়ে যেতে চায়। ঝরঝর ঝরছে বৃষ্টিধারা। শ্রাবণের মেঘ ভারাক্রান্ত আকাশ থেকে বৃষ্টির রুপালি বর্ষণে বর্ষা প্রকৃতি আজ নতুন সাজে সজ্জিত। বর্ষণমুখর দিনে পড়ার টেবিলে মন বসতে চায় না। এমন দিনে গৃহকোণে মন বন্দি থাকতে চায় না। বর্ষণমুখর দিলে জরুরি প্রয়ােজনে ছাতা মাথায় পথে বেরিয়েছে দু’চারজন লােক। রাখাল বালকেরা গরুর পাল নিয়ে মাঠে নেমেছে। সাৱাদিন একটানা বৃষ্টি, ধান ও পাটখেতের উপর দিয়ে দুরন্ত বাতাসের ঢেউ, ডােবা, নালা থেকে ব্যাঙের ডাক, দীর্ঘ কর্মহীন জীবন বর্ষণমুখর দিনকে দেয় এক নতুন শ্রী। এর সৌন্দর্যকে অনুভূতি দিয়ে গ্রহণ করতে হয়। বর্ষণমুখর দিনের সার্বিক পরিবেশ মনকে উদাস করলেও আমাদের চোখে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ লাগিয়ে দেয়। বর্ষাকে নিয়ে রয়েছে অনেক কবিতা। কবি প্রানে বর্ষা যেন এক নতুন রুপ। বর্ষার দিনে এইসব কবিতা বর্ষণ মুখর দিনটিকে আরও সুন্দর করে তোলে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button