Uncategorized

আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ

Daraz cupon Code
Rate this post

 আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ

আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা হল প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং মাশরুম হল ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত

প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যঃ নিচে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হল-

(ক) এই রাজ্যের জীব দেহের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত।

(খ) এরা এককোষী।

(গ) একক বা দলবদ্ধ থাকতে পারে।

ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্যঃ নিচে ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হল-

(ক) দেহে ক্লোরোফিল না থাকায় বর্ণহীন।

(খ) ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।

(গ) এরা সাধারণত পানিতে বাস করে না।

(ঘ) এরা আলো-অন্ধকার উভয় পরিবেশে বাঁচতে পারে।

(ঙ) এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি।

আরওঃ ষষ্ঠ শ্রেণির ২ য় সপ্তাহের Assignment ও সমাধান


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

১ টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button