গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ। গৃহ এমন একটা স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদারগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন অংশ নিয়ে আমাদের গৃহ পরিবেশ গঠিত।
গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম
আশেপাশের সবকিছু নিয়ে গৃহ পরিবেশ সৃষ্টি হয়। গৃহের ভিতর এবং বাহির সব অংশ নিয়ে গড়ে উঠে গৃহ পরিবেশ। নিচে গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম দেওয়া হলঃ
- ঘর বা কক্ষ
- বারান্দা
- ছাদ
- আঙিনা বা উঠান
পরিবারের সদস্যদের সবরকম বিকাশের জন্য সুন্দর একটি গৃহ পরিবেশ দরকার। তাই গৃহ পরিবেশে যেন সুন্দর হয় আমাদের সেদিকে লক্ষ্য রাখা উচিত।