বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

ইসলাম ও আল কুরআন (সাধারণ জ্ঞান)

Rate this post

প্রিয় শিক্ষার্থী, সাধারণ জ্ঞানের আজকের পর্বে ইসলাম ও আল কুরআন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব।

ইসলাম ও আল কুরআন (সাধারণ জ্ঞান)
ছবিঃ iStockphoto 

প্রশ্ন : আল্লাহর নিকট মনােনীত একমাত্র দীন কোনটি? 
উত্তর : ইসলাম। 

প্রশ্ন : সকল নবী-রাসূলের ধর্ম কি ছিল?
উত্তর : ইসলাম। 

প্রশ্ন : কুরআনের প্রথম বাণী কোনটি?
উত্তর : ইকরা (পড়)।

প্রশ্ন : ইসলাম ধর্মের মূল কথা কি?
উত্তর : আল্লাহর আনুগত্য করা।

প্রশ্ন : বেহেশত এবং দোযখের সংখ্যা কতটি?
উত্তর : যথাক্রমে ৮টি এবং ৭টি। 

প্রশ্ন : একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা কোনটি?
উত্তর : ইসলাম।

প্রশ্ন : আল কুরআনের সুরক্ষিত স্থান কোনটি?
উত্তর : লাওহে মাহফুজ।

প্রশ্ন : কুরআন কার মাধ্যমে কার ওপর অবতীর্ণ হয়?
উত্তর : হযরত জিব্রাইল (আ)-এর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (স)-এর ওপর।

প্রশ্ন : ‘কুরআন’ শব্দের আভিধানিক অর্থ কি?
উত্তর : মহাপাঠ্যগ্রন্থ (পঠিত)। 

প্রশ্ন : কুরআন প্রথম অবতীর্ণ হয় কবে?
উত্তর : ১৭ আগস্ট ৬১০ ঈসায়ী সাল। 

প্রশ্ন : কুরআন সর্বমােট কতদিনে অবতীর্ণ হয়?
উত্তর : ২২ বছর ৫ মাস ১৪ দিনে।

প্রশ্ন : কুরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়?
উত্তর : হেরা গুহায়। 

প্রশ্ন : কুরআন প্রথম অবতীর্ণের সময় রাসূলের (স) বয়স ছিল?
উত্তর : ৪০ বছর ১১ দিন। 

প্রশ্ন : কুরআনের প্রথম অবতীর্ণ সূরা কোনটি?
উত্তর : সূরা আলাক (প্রথম পাঁচ আয়াত)। 

প্রশ্ন : কুরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা কোনটি?
উত্তর : সূরা তাওবা মতান্তরে সূরা নাসর। 

প্রশ্ন : কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি?
উত্তর : সূরা ফাতিহা

প্রশ্ন : কুরআনের কোন সূরায় বিসমিল্লাহ নেই?
উত্তর : সূরা তাওবায় (দশম পারা)। 

প্রশ্ন : কোন সূরায় দুবার বিসমিল্লাহ রয়েছে?
উত্তর : সূরা নামলে (১৯ পারা)। 

প্রশ্ন : কুরআনের জননী কোন সূরা?
উত্তর : সূরা ফাতিহা। 

প্রশ্ন : কুরআনের অন্তর কোনটি?
উত্তর : সূরা ইয়াসিন।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button