বাণী চিরন্তন

হুমায়ূন আজাদ এর বিখ্যাত বাণী / উক্তি (পর্ব ১)

5/5 - (1 vote)

হুমায়ূন আজাদ একজন প্রতিভাবান ও প্রথাবিরোধী লেখক ছিলেন। তিনি প্রায় ৭০ এর বেশী গ্রন্ত রচনা করেছেন। তিনি ২৮ এপ্রিল ১৯৪৭ কামারগাঁ, শ্রীনগর, বিক্রমপুর (বর্তমানে মুন্সিগঞ্জ), ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। ১২ আগস্ট ২০০৪ (বয়স ৫৭) জার্মানিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হুমায়ূন আজাদ এর বিখ্যাত বাণী / উক্তি

(১)
পরমাত্মীয়ের মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে যে,
 সে নিজে বেঁচে আছে
(২)
ব্যর্থরাই প্রকৃত মানুষ, 
সফলেরা শয়তান
(৩)
পুঁজিবাদের আল্লার নাম টাকা, 
মসজিদের নাম ব্যাংক
(৪)
আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, 
এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে
(৫)
জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি
অনেকেই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে
(৬)
শয়তানের প্রার্থনায় বৃষ্টি নামে না, ঝড় আসে
 তাতে অসংখ্য সৎ মানুষের মৃত্যু ঘটে
(৭)
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, 
তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক
(৮)
এখানকার একাডেমিগুলো সব ক্লান্ত গর্দভ,
মুলো খাওয়া ছাড়া ওগুলোর পক্ষে আর কিছু অসম্ভব
(৯)
কবিরা বাঙলায় বস্তিতে থাকে,
 সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদে
(১০)
বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে 
পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে
(১১)
বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে,
ভন্ড, ভন্ডতর, ভন্ডতম
(১২)
সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষনীয়,
 কিন্তু ভন্ডরা বলেন উলটো কথা
(১৩)
একনায়কেরা এখন গণতন্ত্রের স্তব করে, 
পুজিঁপতিরা ব্যস্ত থাকে সমাজতন্ত্রের প্রশংসায়

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button