বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

৩৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৩ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

Rate this post
২০১৩ সালে অনুষ্ঠিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) প্রশ্নপত্র ও উত্তর। আশা করছি তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে।
৩৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ২০১৩ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর
৩৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৩ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর


১. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
ক) ৭ মার্চ ১৯৭১ খৃঃ
খ) ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
গ) ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ১ মার্চ ১৯১৯ খৃঃ
খ) ১৭ মার্চ ১৯২০ খৃঃ
গ) ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
ঘ) ২১ জুন ১৯৪১ খৃঃ
উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ খৃঃ

৩. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
ক) নোয়াখালী
খ) ফেনী
গ) লালমনিরহাট
ঘ) সাতক্ষীরা
উত্তরঃ ফেনী

৪. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?
ক) ১৯৪৭ খৃঃ
খ) ১৯৫৮ খৃঃ
গ) ১৯৬৪ খৃঃ
ঘ) ১৯৬৫ খৃঃ
উত্তরঃ ১৯৬৪ খৃঃ

৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক) ৭ মার্চ ১৯৭৩ খৃঃ
খ) ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
গ) ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
ঘ) ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩ খৃঃ

৬. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?
ক) ১৭৫৭ খৃঃ
খ) ১৭৭০ খৃঃ
গ) ১৮৫৭ খৃঃ
ঘ) ১৭৯৩ খৃঃ
উত্তরঃ ১৭৯৩ খৃঃ

৭. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক) এ, ডি, বি
খ) বিশ্বব্যাংক
গ) জাইকা
ঘ) আই, এম, এফ
উত্তরঃ বিশ্বব্যাংক

৮. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
ক) গোমতী
খ) জিঞ্জিরাম
গ) নাফ
ঘ) কর্ণফুলী
উত্তরঃ নাফ

৯. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
ক) অর্থ মন্ত্রণালয়
খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
গ) বাংলাদেশ ব্যাংক
ঘ) সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
উত্তরঃ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন

১০. জামাল নজরুল ইসলাম কে?
ক) ফুটবল খেলোয়াড়
খ) অর্থনীতিবিদ
গ) কবি
ঘ) বৈজ্ঞানিক
উত্তরঃ বৈজ্ঞানিক

১১. নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
ক) UNDP
খ) UNESCO
গ) UNICEF
ঘ) UNCTAD
উত্তরঃ UNESCO

১২. ‘ তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক) সিউল
খ) আম্মান
গ) কায়রো
ঘ) তেহরান
উত্তরঃ কায়রো

১৩. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
ক) নাইজেরিয়া
খ) ভারত
গ) মালয়েশিয়া
ঘ) তুরস্ক
উত্তরঃ ভারত

১৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) লন্ডন
খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) ভিয়েনা
উত্তরঃ লন্ডন

১৫. ‘ আরব বসন্ত’ বলতে কি বুঝায়?
ক) আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
খ) আরব অঞ্চলে বসন্তকাল
গ) আরব রাজতন্ত্র
ঘ) আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

১৬. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক) ফিজি
খ) ভ্যাটিকান
গ) কুয়েত
ঘ) মালদ্বীপ
উত্তরঃ ভ্যাটিকান

১৭. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
ক) নেপাল
খ) ভারত
গ) ভূটান
ঘ) মালদ্বীপ
উত্তরঃ নেপাল

১৮. ‘ লয়াজিরগা’ কোন দেশের আইন সভা?
ক) ফিজি
খ) সিরিয়া
গ) লেবানন
ঘ) আফগানিস্তান
উত্তরঃ আফগানিস্তান

১৯. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক) ডেনমার্ক
খ) বেলজিয়াম
গ) ভিয়েতনাম
ঘ) আর্মেনিয়া
উত্তরঃ ডেনমার্ক

২০. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
ক) মিসর
খ) ইরাক
গ) ইরান
ঘ) থাইল্যান্ড
উত্তরঃ থাইল্যান্ড

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button