জাতীয়

আশুলিয়ায় ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Daraz cupon Code

আশুলিয়া শিল্পাঞ্চলে ২২টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া, বেশ কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

আজ বুধবার আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্রমিক আন্দোলনের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া, বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে আছেন।’

পুলিশ সুপার বলেন, ‘আজ এখন পর্যন্ত কোনো কারখানার শ্রমিকরা সড়কে নামেননি। আমরা আশঙ্কা করছি, যদি বড় গ্রুপের কোনো কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বেরিয়ে পরে তখন যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।’

[button color=”red” size=”medium” link=”https://bangla.thedailystar.net/news/bangladesh/news-613236″ icon=”fa-arrow-right” target=”true” nofollow=”true” sponsored=”false”]সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন [/button]

সম্পর্কিত টপিক

Back to top button