ইসলাম ও জীবন

প্রকাশ পাওয়া কেয়ামত এর ছোট ছোট আলামত

5/5 - (1 vote)

কেয়ামত হবে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে তা কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না।এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কেয়ামতের সময়। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন।

এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়ঃ

  • ছোট আলামত
  • বড় আলামত

বড় আলামত ১০ টি আর ছোট আলামতের নির্দিষ্ট কোন সংখ্যা নেই। ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তা নিয়েই আজকের আয়োজন।

কেয়ামতের ছোট আলামতগুলো কি কি?

  • রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকেই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে।
  • মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, কেয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুঈনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে, কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ ৭০ থেকে ৮০ বছর আগেও যে আরবরা অর্থ কষ্টের ছিল তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে। যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা।
  • আরো একটা ভবিষ্যৎবাণী করেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মত। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ। কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদ গুলোর দিকে তাকালেই দেখা যাবে কি নেই তাতে? মার্বেলের পাথর দামি কার্পেট কি নেই সেখানে।
  • মুহাম্মদ (সাঃ) আরো বলেন কেয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। এতটাই বাড়বে যে, যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করছে আর যে হত্যা হচ্ছে সেও জানবে না কেন হত্যা হচ্ছে। আমাদের সমাজের বর্তমান চিত্র কি এটাই নয়?
  • মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, কেয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে। কেউ এর ধুলা থেকে বের হতে পারবে না। আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরো নিয়ন্ত্রণ করছে ব্যা… আর ব্যাংক চলে সুদের টাকা দিয়ে। অর্থাৎ বলাই যায় যে আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন।
  • মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, কেয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে। অর্থাৎ মানুষ পড়তে পারবে লিখতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না।
  • তিনি আরো উল্লেখ করেন যে, শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোন জ্ঞানই থাকবে না।

এমন ছোট বড় আরো অনেক আলামত আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগেই বলে গেছে এবং তা আমরা এখন দেখছি। আলামত গুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। যে কোন দিন আগমন ঘটতে পারে ইমাম মাহদীর এরপর থেকেই শুরু হয়ে যাবে বড় আলামত। যেমন দাজ্জালের আগমন, ঈসা (আঃ) সালামের আগমন, ইয়াজুজ মাজুজ, তিনটি ভয়াবহ ভূমিকম্প, ধোয়া অগ্নিকুণ্ড এক পশুর আগমন আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button