
প্রিয় পাঠকবৃন্ধ, আমাদের ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যা সবাইকে জানা দরকার এবং বর্তমানে প্রচলিত বিষয়। সেটি হলো সয়াবিন তেলের দাম, আজ এর দাম এবং বাংলাদেশে এর দাম কত। এরপর বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) এর প্রকাশিত সয়াবিন তেলের দামের উপর ভিত্তি করে আমরা সেই দামগুলি নিচে তালিকাভুক্ত করেছি। আমরা আশা করি আমাদের এই লেখাটি পড়ে আপনারা বাজারে সয়াবিন তেলের সঠিক দাম জানতে পারবেন।
আজকের সয়াবিন তেলের দাম ২০২৩
সর্বশেষ উপডেটঃ মার্চ ২০২৩
ভোজ্য তেল | প্রতি লিটার | বর্তমান বাজারদর |
---|---|---|
সয়াবিন তেল (লুজ) | ১ লিটার | ১৬৭-১৮০ টাকা |
সয়াবিন তেল (বোতল) | ১ লিটার | ১৮৭-১৯০ টাকা |
সয়াবিন তেল (বোতল) | ২ লিটার | ৩৫৬-৩৮০ টাকা |
সয়াবিন তেল (বোতল) | ৫ লিটার | ৮৮০-৯০৬ টাকা |
পামওয়েল (লুজ) | ১ লিটার | ১১৭-১২৫ টাকা |
পামওয়েল সুপার | ১ লিটার | ১৩০-১৪০ টাকা |
১ লিটার সয়াবিন তেলের দাম কত ২০২৩?
১ লিটার সয়াবিন তেলের দাম ১৮৭-১৯০ টাকা
২ লিটার সয়াবিন তেলের দাম কত ২০২৩?
২ লিটার সয়াবিন তেলের দাম ৩৫৬ থেকে ৩৮৪ টাকা।
৫ লিটার সয়াবিন তেলের দাম কত ২০২৩?
৫ লিটার সয়াবিন তেলের দাম ৮৯০-৯১০ টাকা।
রূপচাঁদা সয়াবিন তেলের দাম কত ২০২৩?
রূপচাঁদা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৭ টাকা করে।
ফ্রেশ সয়াবিন তেলের দাম কত ২০২৩?
১ লিটার ফ্রেশ সয়াবিন তেলের দাম ১৮৭ টাকা এবং ২ লিটার ফ্রেশ সয়াবিন তেলের দাম ৩৮৪ টাকা।
তীর সয়াবিন তেলের দাম কত ২০২৩?
১ লিটার তীর সয়াবিন তেলের দাম ১৮৭ টাকা এবং ২ লিটার তীর সয়াবিন তেলের দাম ৩৮৪ টাকা।
পুষ্টি সয়াবিন তেলের দাম কত ২০২৩?
১ লিটার পুষ্টি সয়াবিন তেলের দাম ১৯৭ টাকা এবং ২ লিটার পুষ্টি সয়াবিন তেলের দাম ৩৮৪ টাকা।
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে সয়াবিন তেলের দাম ২০২৩ তে কত। যদি কোন সমস্যা থাকে তাহলে আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন। প্রতিদিনের তেলের দাম সম্পর্কে জানতে আপনাকে এই পোস্টটি সেভ করে রাখা উচিত। এই আর্টিকেলে আমরা সব সময় আজকের তেলের দাম এবং ২০২৩ তে সেই মুল্য কত সেই বিষয়টি শেয়ার করবো। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
