Paragraphs
Trending

Eve teasing Paragraph বাংলা অর্থসহ (PDF)

4.2/5 - (1214 votes)

Eve teasing Paragraph: Eve-teasing is a common feature in Bangladesh now. Eve-teasing means physical and mental torture to the women. Eve-teasing carries two words. They are Eve and teasing. The word Eve is taken from the Bible. Eve is the first woman, she is the wife of Adam, the first man and woman in the universe. Here Eve means woman. Women of all ages are the victim of eve-teasing. Especially the girls are the main victim of eve-teasing. There are many reasons of eve-teasing. Moreover, our young people do not care about our moral values and social values. Both men and women are trying to be modern.

Our girls are wearing western dress. Both girls and boys are behaving abnormally. Their families are indifferent to them. Excess freedom of the family makes them ultra-modern. Besides the western culture makes our young people nonsense. They are thinking and behaving like western people. Boys are trying to seduce the chastity of the girls. They are learning these from western culture. Eve-teasing brought many unfortunate deaths of many girls. It causes the social disorder. The victim suffers mentally. They become helpless and frustrated. Every family should take the first step to stop eve-teasing. Parents should be conscious of their boys and girls. Government should take the necessary steps to stop eve-teasing.

বাংলাদেশে ইভটিজিং একটি সাধারণ চিত্র। ইভটিজিং মানে নারীর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন। ইভ-টিজিং দুটি শব্দ বহন করে, যেমন ইভ এবং টিজিং। ইভ শব্দটি বাইবেল থেকে নেওয়া হয়েছে। ইভ প্রথম নারী, তিনি আদমের স্ত্রী, মহাবিশ্বের প্রথম পুরুষ ও নারী। এখানে ইভ মানে নারী। সব বয়সের নারীই ইভটিজিংয়ের শিকার। বিশেষ করে মেয়েরা ইভটিজিং এর প্রধান শিকার। ইভটিজিং এর অনেক কারণ আছে। তাছাড়া আমাদের তরুণরা আমাদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের তোয়াক্কা করে না। নারী-পুরুষ উভয়েই আধুনিক হওয়ার চেষ্টা করছে। আমাদের মেয়েরা পশ্চিমা পোশাক পরে। মেয়ে এবং ছেলে উভয়ই অস্বাভাবিক আচরণ করছে। তাদের পরিবার তাদের প্রতি উদাসীন। পরিবারের অতিরিক্ত স্বাধীনতা তাদেরকে অতি-আধুনিক করে তোলে। পাশ্চাত্য সংস্কৃতির পাশাপাশি আমাদের তরুণদের আজেবাজে করে তোলে। তারা পশ্চিমাদের মতো চিন্তাভাবনা ও আচরণ করছে। ছেলেরা মেয়েদের সতীত্ব নষ্ট করার চেষ্টা করছে। তারা পশ্চিমা সংস্কৃতি থেকে এসব শিখছে। ইভটিজিং অনেক মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যু ডেকে এনেছে। এতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভুক্তভোগী মানসিকভাবে ভুগছেন। তারা অসহায় ও হতাশ হয়ে পড়ে। ইভটিজিং বন্ধে প্রতিটি পরিবারকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। অভিভাবকদের উচিত তাদের ছেলে-মেয়েদের ব্যাপারে সচেতন হওয়া। ইভটিজিং বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button