Paragraphs
Trending

Digital Bangladesh Paragraph বাংলা অর্থসহ (PDF)

3.7/5 - (3 votes)

Digital Bangladesh Paragraph: Voice, information and evidence all over Bangladesh, brought into a single network is called digital Bangladesh. Digital mainly depends on electronic mail which is popularly known as E-mail. It Vis the communication of textual messages via electronic means. It is delivered individual to individual through electronic boxes. It is mainly based on computers, mobile phones and telephones. In order to make a digital Bangladesh, every person needs a personal computer, mobile phone, or telephone connection. Digital systems will shorten the distance and save the use of paper and time. Within a short time, we came to know what is happening in the furthest corner of Bangladesh even of the world. We can collect any information from any office within a second sitting at our computer desk. Any message or information can be transmitted from one office to another office within a second. We can save any information or data for a long time. But there are many bindings to make our country digital. As most of the people of our country can not afford a personal computer. Electricity is a great hinder to making it digital.

সারা বাংলাদেশে কণ্ঠস্বর, তথ্য ও প্রমাণ একক নেটওয়ার্কে আনার নাম ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল মূলত ইলেকট্রনিক মেইলের উপর নির্ভর করে যা ই-মেইল নামে পরিচিত। এটি বৈদ্যুতিন মাধ্যমে পাঠ্য বার্তাগুলির যোগাযোগের সাথে দেখা করে। ইলেকট্রনিক বাক্সের মাধ্যমে একে একে একে একে বিতরণ করা হয়। এটি মূলত কম্পিউটার, মোবাইল ফোন এবং টেলিফোনের উপর ভিত্তি করে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল ফোন বা টেলিফোন সংযোগ প্রয়োজন। ডিজিটাল সিস্টেম দূরত্ব কমিয়ে দেয় এবং কাগজ ও সময় সাশ্রয় করে। অল্প সময়ের মধ্যেই আমরা জানতে পারি বাংলাদেশের দূরতম কোণে এমনকি বিশ্বের কোনায় কী ঘটছে। আমরা আমাদের কম্পিউটার ডেস্কে বসে এক সেকেন্ডের মধ্যে যেকোনো অফিস থেকে যেকোনো তথ্য সংগ্রহ করতে পারি। যেকোন বার্তা বা তথ্য এক অফিস থেকে অন্য অফিসে এক সেকেন্ডের মধ্যে প্রেরণ করা যায়। আমরা দীর্ঘ সময়ের জন্য কোনো তথ্য বা উপাত্ত সংরক্ষণ করতে পারি। কিন্তু আমাদের দেশকে ডিজিটাল করতে অনেক বাঁধাই আছে। যেহেতু আমাদের দেশের বেশির ভাগ মানুষেরই ব্যক্তিগত কম্পিউটার কেনার সামর্থ্য নেই। ডিজিটাল করার ক্ষেত্রে বিদ্যুৎ একটি বড় বাধা।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button