বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

৩৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১২ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

Rate this post

 ২০১২ সালে অনুষ্ঠিত ৩৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) প্রশ্নপত্র ও উত্তর। আশা করছি তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে। 

৩৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ২০১২ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর
৩৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১২ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

১. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
ক) ১৭
খ) ১৬
গ) ২০
ঘ) ১৯
উত্তরঃ ১৬

২. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
ক) নিঝুম দ্বীপ
খ) সন্দ্বীপ
গ) দক্ষিণ তালপট্টি
ঘ) কুতুবদিয়া
উত্তরঃ দক্ষিণ তালপট্টি

৩. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক) যশোর
খ) কুষ্টিয়া
গ) মেহেরপুর
ঘ) চুয়াডাঙ্গা
উত্তরঃ মেহেরপুর

৪. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
ক) ভোলা
খ) নোয়াখালী
গ) চট্টগ্রাম
ঘ) কক্সবাজার
উত্তরঃ কক্সবাজার

৫. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?
ক) প্রবাসী শ্রমিক
খ) পাট
গ) রেডিমেড গার্মেন্টস
ঘ) চামড়া
উত্তরঃ রেডিমেড গার্মেন্টস

৬. শালবন বিহার কোথায়?
ক) গাজীপুর
খ) মধুপুর
গ) রাজবাড়ী
ঘ) কুমিল্লার ময়ানমতি পাহাড়ের পাশে
উত্তরঃ কুমিল্লার ময়ানমতি পাহাড়ের পাশে

৭. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক) টিএসসি মোড়ে
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ) রেসকোর্স ময়দানে
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

৮. এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
ক) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
খ) শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
গ) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
ঘ) রাজশাহী স্টেডিয়াম
উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

৯. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
ক) ১৬ ডিসেম্বর
খ) ৭ মার্চ
গ) ২৬ মার্চ
ঘ) ১৭ এপ্রিল
উত্তরঃ ২৬ মার্চ

১০. শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
ক) ডলার
খ) পাউন্ড
গ) টাকা
ঘ) রুপী
উত্তরঃ রুপী

১১. সার্ক-এর সদস্য দেশ কয়টি?
ক) ৬
খ) ৭
গ) ৮
ঘ) ৯
উত্তরঃ

১২. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
ক) মে. জে. জিয়াউর রহমান
খ) মে. জে. সফিউল্লা
গ) লে. জে. এইচ. এম. এরশাদ
ঘ) জে. আতাউল গণি ওসমানি
উত্তরঃ জে. আতাউল গণি ওসমানি

১৩. বাংলাদেশের রাজধানী কোথায়?
ক) ঢাকা উত্তর
খ) ঢাকা দক্ষিণ
গ) ঢাকা
ঘ) শেরে বাংলা নগর
উত্তরঃ ঢাকা

১৪. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
ক) নিউইয়র্ক
খ) লন্ডন
গ) বার্লিন
ঘ) দাম্মামে
উত্তরঃ দাম্মামে

১৫. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
ক) ভারত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) প্রশান্ত মহাসাগরে
ঘ) উত্তর মহাসাগরে
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে

১৬. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক) কাস্পিয়ান
খ) বৈকাল
গ) মানস সরোবর
ঘ) ডেড সী (Dead Sea)
উত্তরঃ বৈকাল

১৭. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক) লন্ডন
খ) বার্লিন
গ) ব্রাজিল
ঘ) আর্জেন্টিনা
উত্তরঃ ব্রাজিল

১৮. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
ক) ঢাকায়
খ) ময়মনসিংহে
গ) চট্টগ্রামে
ঘ) নড়াইলে
উত্তরঃ ময়মনসিংহে

১৯. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘ কোলকাতা ফিল্ম ফেস্টিভাল ‘ পুরস্কার লাভ করে?
ক) ওরা এগার জন
খ) গেরিলা
গ) আবার তোরা মানুষ হ
ঘ) স্টপ জেনোসাইড
উত্তরঃ গেরিলা

২০. বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
ক) ১১
খ) ২১
গ) ৯
ঘ) ১৫
উত্তরঃ ১১

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button