Uncategorized

এলাকায় নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন

Rate this post
এলাকায় নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন

গণশিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তোমাদের এলাকায় একটি নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট একটি দরখাস্ত লেখ।
২৫ জানুয়ারি, ২০২০

বরাবর
জেলা শিক্ষা অফিসার
নরসিংদী।
বিষয় : নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, নরসিংদী জেলার চর উজিলার একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় বারো হাজার লোকের বসবাস। হাতে গোনা অল্প গুটিকয়েক ছাড়া বাকি সবাই নিরক্ষর। অনেকক্ষেত্রে তারা অসচেতন। ন্যূনতম লেখাপড়ার অভাবে তারা আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করতে পারে না। ছেলে-মেয়েদের পড়াশোনার ব্যাপারেও তারা খুব উদাসীন। তাছাড়া খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য-চিকিৎসা, পরিবার-পরিকল্পনা, জন্মনিয়ন্ত্রণ, হিসাব-নিকাশ ইত্যাদি সম্পর্কেও এরা সম্পূর্ণ অজ্ঞ। নিরক্ষরতার অভিশাপে এরা চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদেরকে এ অবস্থা থেকে বের করতে না পারলে গ্রামটি অন্ধকারেই থেকে যাবে। তবে গ্রামের সার্বিক উন্নয়নে এখানকার কয়েকজন শিক্ষিত উদ্যমী যুবক স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। কীভাবে এ গ্রামটি থেকে নিরক্ষরতা দূরীকরণ করা যায় সে লক্ষ্যে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য গ্রামে একটি নৈশ বিদ্যালয় আবশ্যক। একটি নৈশ বিদ্যালয় থাকলে বয়স্কদের শিক্ষা প্রদানের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ সম্ভব। কেননা এখানকার অধিকাংশ লোকই সারাদিন ব্যস্ত থাকেন। রাতের বেলায় পড়াশোনা করতে তাদের কোনো আপত্তি নেই। তবে এই গ্রামে কোনো নৈশ বিদ্যালয় নেই। ফলে বয়স্ক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায় অনতিবিলম্বে এখানে একটি নৈশ বিদ্যালয় স্থাপন করার জন্য আপনার কার্যকর উদ্যোগ প্রার্থনা করছি। অতএব, মহাত্মন সমীপে বিনীত আরজি, গ্রামের মানুষের নিরক্ষরতা দূরীকরণে অনতিবিলম্বে আমাদের গ্রামে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন।

বিনীত
চর উজিলাব গ্রামবাসীর পক্ষে
৬৩৪
আফসার উদ্দিন।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

সারমর্ম

সারমর্ম : ধন্য আশা কুহকিনী! তােমার মায়ায়, অসার সংসার চক্র ঘােরে নিরবধি।

Rate this post

সারমর্ম : ধন্য আশা কুহকিনী! তােমার মায়ায়, অসার সংসার চক্র ঘােরে নিরবধি।

ধন্য আশা কুহকিনী! তােমার মায়ায়।
অসার সংসার চক্র ঘােরে নিরবধি।
দাঁড়াইত স্থিরভাবে চলিত না, হায়।
মন্ত্রবলে তুমি চক্র, না ঘুরাতে যদি।
ভবিষ্যৎ অন্ধ মূঢ় মানব সকল
ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল-আকার;
তব ইন্দ্রজালে মুগ্ধ, পেয়ে তব বল
বুঝিছে জীবনযুদ্ধে হায় অনিবার।
নাচায় পুতুল যেমন দক্ষ বাজিকরে,
নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে। 

সারমর্ম : মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। আশাই মানুষের জীবন-সংগ্রামের প্রণােদনা। আশাহীন জীবন হয়ে পড়ে স্থবির ও নিশ্চল। আশার জাদুতেই মানুষ জীবনের প্রতিটি সংকট ও প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে এবং মঙ্গল ও সমৃদ্ধির প্রত্যাশায় সামনের দিকে অগ্রসর হতে থাকে।

অন্যভাবে লিখা যায়ঃ জীবনসংসারে আশাই মানুষের অদৃশ্য চালিকাশক্তি। আশার ছলনায় পড়ে মানুষ সংসারের ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছে। প্রসারিত হচ্ছে বারংবার। কিন্তু আশাই মানুষকে বাঁচিয়ে রেখেছে। অন্তকাল আশার তরী বেয়েই মানবজীবন এগিয়ে চলে। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

প্রেমের কবিতাবাংলা কবিতাবিরহের কবিতারেদোয়ান মাসুদ

কবিতাঃ তোমাকে ভালবাসি – রেদোয়ান মাসুদ

Rate this post

তোমাকে ভালবাসি 
   – রেদোয়ান মাসুদ

আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি!
হৃদয় ডাকছে তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ
চোখ কি বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।

আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।
শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।
[post_ads]আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো
মন খুলে হাসি।
শুধু আমার হাতে একবার স্পশ করে দেখ
কাপছে তোমার হৃদয় খানি
আর তখনই বুঝবে তুমি
কতটা ভালবাস আমায় তুমি।
——————————————–

আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।
শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।
তোমাকে ভালবাসি ©️ রেদোয়ান মাসুদ

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button