তােমার ছােট ভাইকে নকলের কুফল উল্লেখ পূর্বক লেখাপড়ায় উৎসাহ দিয়ে একটি পত্র লেখ। অথবা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা উচিত নয়, এ কথা জানিয়ে ছােট বােনকে একটি চিঠি লেখ।
১৪ জানুয়ারি, ২০২০
মৌচাক, ঢাকা।
প্রিয় আলম।
আমার ভালােবাসা নিস। গতকাল তাের চিঠি হাতে পেলাম। এভাবে মাঝে মাঝে চিঠি পাঠাস। আব্বা-আম্মাসহ বাড়ির সবাইকে নিয়ে ভালাে আছিস এবং বাড়ির সব বিষয়ে জানতে পেরে খুব ভালাে লাগছে। ভাই আমার, পড়াশােনা ঠিকমতাে করছিস জেনে খুব স্বস্তি পেলাম। তাের ভালাে ফলাফল নিয়ে আমি খুব আশাবাদী। একদিন তুই অনেক বড় হবি এবং ভালাে কিছু করে জীবনে প্রতিষ্ঠিত হবি এই আমার প্রত্যাশা।
আগামী মাস থেকে তাের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা নিয়ে তাের মধ্যে যেন কোনাে আতঙ্ক বা ভয় কাজ না করে সেদিকে খেয়াল রাখবি। আর পরীক্ষা সম্পর্কে তােকে কিছু পরামর্শ দিচ্ছি। কথাগুলাে মনে রাখবি। আর তা হলাে পরীক্ষায় নকল করা তথা অসদুপায় অবলম্বন সম্পর্কে। আজকাল পরীক্ষায় যে হারে নকল হয় তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে। শঙ্কিত হতে হয়। তাের আশেপাশে অনেকেই নকল তথা অসদুপায় অবলম্বন করতে দেখা যাবে। সেগুলােতে মােটেও মনােযােগ দিতে যাবে না কিন্তু। আসলে জ্ঞান আহরণ নয় আমরা সবাই সার্টিফিকেট অর্জন করতে চাই। বর্তমানে লেখাপড়ার অর্থই হচ্ছে একটি ভালাে চাকরি পাওয়া। কিন্তু নকল করে পাশ করে একটা নিম্নমানের চাকরিও পাওয়া যায়। চাকরির প্রতিযােগিতায় পিছিয়ে থাকতে হয়। সারাজীবন বেকারই থাকতে হয়। এজন্য জীবনে সফলতা লাভ করতে হলে লেখাপড়া করে জ্ঞানার্জন করতে হয়, যার জন্য মনােযােগ সহকারে নিয়মিত লেখাপড়া করা অত্যাবশ্যক। নকল প্রবণতা জ্ঞানার্জনের অন্তরায়। নকল শুধু ব্যক্তিজীবনের জন্যই ক্ষতিকর নয়; এর ফলে গােটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষার হলে নকল করতে গিয়ে বহিষ্কৃত হয়ে অনেক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হয়ে যায়। আবার নকল করে পাশ করা শিক্ষার্থীরা কোনাে প্রতিযােগিতামূলক পরীক্ষায় টিকতে না পেরে কর্মসংস্থানের কোনাে সুযােগ পায় না। ফলে তারা। হতাশাগ্রস্ত জীবনযাপন করে। এ অবস্থায় থেকে পরিত্রাণের উপায় হলাে বিষয়ভিত্তিক গভীর জ্ঞানার্জন। যা কেবল গভীর মনােযােগ দিয়ে লেখাপড়ার মাধ্যমেই সম্ভব। তুই ভুলেও কখনাে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কথা ভাবিস না। এখন থেকেই মনােযােগ দিয়ে লেখাপড়া করবি।। মানুষের মতাে মানুষ হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবি। আজ এ পর্যন্তই। ভালাে থাকিস।
ইতি,
তাের বড় ভাই জিসান।
[প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।