ছাত্রজীবনে শিক্ষামূলক ভ্রমণের উপকারিতা সম্পর্কে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।
অথবা, ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর নিকট পত্র লেখ।
১২ জুলাই, ২০২০
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ
প্রিয় হারুন,
শুরুতেই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিস। আশা করি প্রবাসে আত্মীয়স্বজনহীন পরিবেশে সুখে-শান্তিতেই জীবনযাপন করছিস। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন তােকে হেফাজত করেন। যাক, পর সংবাদ তুই জেনে খুশি হবি যে, আগামী মাসের ৩ তারিখে আমাদের স্কুল কর্তৃপক্ষ শিক্ষা সফরের ব্যবস্থা করেছে। সকল ছাত্রছাত্রীকে এ সফরে রাখা সম্ভব নয় বিধায় প্রত্যেক শ্রেণি থেকে পাঁচজন করে পঁচিশ জনের একটি তালিকা করা হয়েছে।
উক্ত তালিকায় আমার নাম শীর্ষেই রয়েছে। স্থান নির্ধারণ করা হয়েছে বগুড়ার মহাস্থানগড়। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। এখানে মৌর্য ও গুপ্ত রাজবংশের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। যেগুলাে থেকে সেই সময়কার জীবনযাত্রা প্রণালি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। সত্যি কথা বলতে কী ছাত্রজীবন জ্ঞানার্জনের সবচেয়ে উৎকৃষ্ট সময়। এ সময় প্রত্যেক ছাত্রেরই উচিত শিক্ষা সফরের আওতায় দেশ-বিদেশের দর্শনীয় স্থানগুলাে পরিদর্শন করা। বই পড়ে জ্ঞানলাভ করা যায় বটে; তবে তা কখনাে বাস্তব জ্ঞানের সমকক্ষ হয় না। কিন্তু শিক্ষা সফরের মাধ্যমে বাস্তব জ্ঞানার্জন করা যায়। এদিক থেকে বিচার করলে শিক্ষা সফরের গুরুত্ব বা উপকারিতার কোনাে সীমা-পরিসীমা নেই। তাছাড়া ছাত্রজীবন অনেকটা পরাধীন জীবন। সেসময় বাবা-মায়ের সতর্ক দৃষ্টি, স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ন্ত্রণ; সেই সাথে ধরা-বাঁধা নিয়ম মেনে চলতে গিয়ে অনেক সময় ছাত্র ছাত্রীরা হাঁপিয়ে ওঠে। এমতাবস্থায় শিক্ষা সফর তাদের মুক্তির আস্বাদ এনে দেয়। সুতরাং শিক্ষা সফরের গুরুত্ব ও উপকারিতা প্রকৃত অর্থেই প্রশ্নাতীত। আজ আর নয়। তাের আব্বা-আম্মাকে আমার সালাম ও ছােটদের স্নেহাশিস দিস। তাের চিঠির অপেক্ষায় থাকলাম।
ইতি
তাের বন্ধু
হাফিজ উদ্দিন।
হাফিজ উদ্দিন।
[প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
গ্রামের নিরীক্ষা তার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজেকে ভূমিকার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র কিভাবে লিখব