ইন্টারনেট

Facebook Privacy: ফেসবুক থেকে কীভাবে মোবাইল নাম্বার হাইড রাখা যায়

5/5 - (1 vote)
ফেসবুক ব্যবহার করেন না এমন লোক পাওয়া মুশকিল। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু অনেকেই কম বেশি কোন না কোন ঝমেলায় পরেন ফেসবুকের কারণে। যেমন ধরুন অনেকেই তার ফেসবুক প্রোফাইলে নিজের মোবাইল নাম্বার দিয়ে থাকেন। বিপত্তি হয় এখানেই। কারণ অনেকে না জেনে তার মোবাইল নাম্বারটি পাবলিক করে দেন। ফলে বেশিরভাগ সময়ই অনেক দুষ্ট লোকের কারণে স্পাম কলের খপ্পরে পড়তে হয়।
Facebook Privacy:  ফেসবুক থেকে কীভাবে মোবাইল নাম্বার হাইড রাখা যায়
ফেসবুক মোবাইল নাম্বার হাইড করার নিয়ম

কেন ফেসবুক মোবাইল নাম্বার হাইড করা উচিত

আপনি হয়তো ভাবছেন মোবাইল নাম্বার হাইড করার কি দরকার আছে? অনেকেই না বুঝে প্রোফাইলে মোবাইল নাম্বার দিয়ে দেন। আসলে এটি মোটেও বুদ্ধি মানের কাজ নয়। আপনি যদি আপনার প্রোফাইলের প্রাইভেসিতে ফ্রেন্ডস বা পাবলিক দিয়ে রাখেন তাহলে ফেসবুকে এড থাকা ফ্রেন্ডরা কিংবা যেকেউ আপনার নাম্বার সংগ্রহ করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। যে কেউ আপনাকে কল করে বিরক্ত করতে পারে, তাই আপনাকে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে মোবাইল নম্বরটি লুকিয়ে রাখতে হবে।

বিরক্তিকর কল নয় শুধু, ফোন নাম্বার একটি ব্যক্তিগত তথ্য, যা পাবলিকলি এভেইলএবেল থাকা উচিত নয়। হ্যাকাররা এই তথ্য ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এসব কারণে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর লুকিয়ে রাখতে হবে।

ফেসবুক মোবাইল নাম্বার হাইড করার নিয়ম

ফেসবুকের মোবাইল নম্বর খুব সহজেই মোবাইল এবং কম্পিউটার থেকে লুকানো যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে।

কম্পিউটার

কম্পিউটার থেকে ফেসবুক মোবাইল নাম্বার হাইড করতেঃ

  • প্রথমে যে কোন ব্রাউজার থেকে ফেসবুকে লগইন করুন।
  • আপনার ফেসবুক প্রোফাইলে যান।
  • এরপর About এ যান।
  • Contact and basic info ট্যাবে যান।
  • একটু ডানদিকে লক্ষ্য করলে আপনার ফোন নাম্বার দেখতে পাবেন।
  • ফোন নাম্বার ও পেন্সিল আইকনের পাশে প্রাইভেসি আইকন দেখতে পাবেন
  • Only Me অপশন সিলেক্ট করুন
এভাবে চাইলে আপনি আপনার  মোবাইল নাম্বার ফেসবুক থেকে হাইড করতে পারবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুনঃ

মোবাইল

মোবাইল থেকে খুব সহজে মোবাইল নাম্বার হাইড করতে পারেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • প্রথমে ফেসবুক অ্যাপ থেকে আপনার আইডিতে লগইন করুন
  • এরপর See Your About Info অপশনে ট্যাপ করুন
  • Contact Info এর পাশে থাকা Edit এ ট্যাপ করুন
  • ফোন নাম্বারের পাশে থাকা প্রাইভেসি আইকনে ট্যাপ করুন
  • ফোন নাম্বার হাইড করতে Only Me অপশন সিলেক্ট করুন
এভাবে খুব সহজে আপনার মোবাইল নাম্বার ফেসবুকের অন্যসকল ব্যবহারকারীদের নিকট থেকে হাইড করেতে পারেন।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Back to top button