বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান MCQ পর্ব ১২ || বিসিএস প্রস্তুতি|| Bengali General Knowledge

Rate this post
সাধারণ জ্ঞান MCQ পর্ব ১২
সাধারণ জ্ঞান MCQ পর্ব ১২

প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিসিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছ তারা নিশ্চয়ই জেনে থাকবে বাংলা সাধারণ জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সেই গুরুত্বকে মাথায় রেখে আজকে হাজির হলাম সাধারণ জ্ঞান MCQ পর্ব ১২ নিয়ে। আমরা নিয়মিত সাধারণ জ্ঞান ও মক টেস্ট বিষয়ক পোষ্ট দিয়ে থাকি। তাই নিয়মিত উপডেট পেতে নিচের লিংকটি বুকমার্ক করে রাখো।
লিংকঃ বাংলা সাধারণ জ্ঞান ও মক টেস্ট
 “ভানুসিংহ” কার ছদ্মনাম?
(ক)  রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ দত্তের
(গ ) প্রমথ চৌধুরীর
(ঘ ) টেকচাঁদ ঠাকুরের
উত্তরঃ (ক)  রবীন্দ্রনাথ ঠাকুর
“সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।” —এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ ) সর্বনাম
(ঘ ) বিশেষণের বিশেষণ
উত্তরঃ (ক) বিশেষ্য
“সাম্য” গ্রন্থের রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) মোহাম্মদ বরকতুল্লাহ
(গ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ ) মোহাম্মদ লুৎফর রহমান
উত্তরঃ (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
(ক) মোস্তফা রচিত
(খ) নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
(গ ) বিশ্বনবী
(ঘ ) মানব-মুকুট
উত্তরঃ (ঘ) মানব-মুকুট
সিকান্‌দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
(ক) সওগাত
(খ) সমকাল
(গ ) উত্তরণ
(ঘ ) শিখা
উত্তরঃ (খ) সমকাল
বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(ক) সমতট
(খ) পুণ্ড্র
(গ ) বঙ্গ
(ঘ ) হরিকেল
উত্তরঃ (গ) বঙ্গ
বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
(ক) আলী মর্দান খলজী
(খ) তুঘরিল খান
(গ ) শামসুদ্দিন ফিরোজ শাহ
(ঘ ) ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
উত্তরঃ (ঘ) ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
(ক) ১৬১০ সালে
(খ) ১৫৭৬ সালে
(গ ) ১৯০৫ সালে
(ঘ ) ১৯৪৭ সালে
উত্তরঃ (ক) ১৬১০ সালে
কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
(ক) ইসলাম খান
(খ) রাজা মানসিংহ
(গ ) মীর জুমলা
(ঘ ) শায়েস্তা খান
উত্তরঃ (ঘ) শায়েস্তা খান
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যর দেওয়ানী লাভ করে?
(ক) ১৬৯০ সালে
(খ) ১৭৬৫ সালে
(গ ) ১৭৯৩ সালে
(ঘ ) ১৮২৯ সালে
উত্তরঃ (খ) ১৭৬৫ সালে
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
(ক) মাওলানা কেরামত আলী
(খ) শাহ ওলিউল্লাহ
(গ ) হাজী শরীয়তউল্লাহ
(ঘ ) পীর মুহসীনুদ্দীন
উত্তরঃ (গ) হাজী শরীয়তউল্লাহ
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
(ক) সৈয়দ আমীর আলী
(খ) নওয়াব আবদুল লতিফ
(গ ) নওয়াব স্যার সলিমুল্লাহ
(ঘ ) স্যার সৈয়দ আহমেদ খান
উত্তরঃ (খ) নওয়াব আবদুল লতিফ
বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
(ক) ১৯০৫ সালে
(খ) ১৯১৬ সালে
(গ ) ১৯২৩ সালে
(ঘ ) ১৯১১ সালে
উত্তরঃ (ঘ) ১৯১১ সালে
অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(খ) এ কে ফজলুল হক
(গ ) খাজা নাজিমউদ্দীন
(ঘ ) আবুল হাশেম
উত্তরঃ (ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
(ক) আবুল হাশেম
(খ) শেখ মুজিবুর রহমান
(গ ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(ঘ ) ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ (ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
(ক) ব্রহ্মপুত্র
(খ) পদ্মা
(গ ) মেঘনা
(ঘ ) যমুনা
উত্তরঃ (ক) ব্রহ্মপুত্র
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
(ক) ময়নামতি
(খ) পাহাড়পুর
(গ ) মহাস্থান গড়
(ঘ ) সোনারগাঁও
উত্তরঃ (গ) মহাস্থান গড়
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
(ক) কুসুম্বা মসজিদ
(খ) বড় সোনা মসজিদ
(গ ) ষাট গম্বুজ মসজিদ
(ঘ ) সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ (গ) ষাট গম্বুজ মসজিদ
ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
(ক) গিয়াসউদ্দীন আযম শাহ
(খ) আলাউদ্দীন হুসেন শাহ
(গ ) ফখরুদ্দীন মোবারক শাহ
(ঘ ) ইলিয়াস শাহ
উত্তরঃ (ক) গিয়াসউদ্দীন আযম শাহ
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
(ক) ১৬ ডিসেম্বর
(খ) ২৬ মার্চ
(গ ) ২১ ফেব্রুয়ারি
(ঘ ) ৭ মার্চ
উত্তরঃ (খ) ২৬ মার্চ
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ ) স্পিকার
(ঘ ) প্রধান বিচারপতি
উত্তরঃ (খ) রাষ্ট্রপতি
বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
(ক) হামিদুর রহমান
(খ) ফজলুর রহমান খান
(গ ) নভেরা আহমদ
(ঘ ) জুলফিকার আলী খান
উত্তরঃ (খ) ফজলুর রহমান খান
পরী বিবি কে ছিলেন?
(ক) আওরঙ্গজেবের কন্যা
(খ) শায়েস্তা খানের কন্যা
(গ ) মুর্শিদকুলি খানের স্ত্রী
(ঘ ) আজিমুসশানের মাতা
উত্তরঃ (খ) শায়েস্তা খানের কন্যা
পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
(ক) রামপাল
(খ) ধর্মপাল
(গ ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ ) আদিশুর
উত্তরঃ (খ) ধর্মপাল
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
(ক) চট্টগ্রাম
(খ) ভোলা
(গ ) কক্সবাজার
(ঘ ) পটুয়াখালী
উত্তরঃ (গ) কক্সবাজার
SAPTA অর্থ —
(ক) SAARC Preferential Trading Arrangement
(খ) South Asian Preferential Trading Arrangement
(গ ) SAARC Preferential Tariff Agreement
(ঘ ) South Asian Preferential Tariff Agreement
উত্তরঃ (ক) SAARC Preferential Trading Arrangement
ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন কে?
(ক) ভারতের শচীন টেন্ডুলকার
(খ) অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান
(গ ) ইংল্যান্ডের বেন হার্টন
(ঘ ) বাংলাদেশের মোঃ আশরাফুল
উত্তরঃ (ঘ) বাংলাদেশের মোঃ আশরাফুল
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে — 
(ক) আর্জেন্টিনা
(খ) ব্রাজিল
(গ ) ইতালি
(ঘ ) ফ্রান্স
উত্তরঃ (খ) ব্রাজিল
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ —
(ক) ইয়ুরি গ্যাগারিন, রাশিয়া
(খ) জন গ্লেন, যুক্তরাষ্ট্র
(গ ) রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
(ঘ ) নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
উত্তরঃ (ঘ) নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button