বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ১০ || General Knowledge in Bengali

Rate this post

প্রিয় সুহৃদ, তোমরা যারা নিজেদেরকে সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুত করছ, তারা নিশ্চয়ই জেনে থাকবে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই তোমাদের প্রস্তুতিকে আরও একটু সহজ করতে আজকে সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ১০ নিয়ে হাজির হয়েছে।

সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান - পর্ব ১০  General Knowledge in Bengali
সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ১০  General Knowledge in Bengali

সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান

 

১. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
(ক) ৩টি
(খ) ২টি
(গ ) ৫টি
(ঘ ) ৪টি
উত্তরঃ (ঘ) ৪টি
২. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
(ক) ক্যামেরুন এবং ইথিওপিয়া
(খ) পেরু এবং ভেনিজুয়েলা
(গ ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
(ঘ ) মালি এবং সেনেগাল
উত্তরঃ (গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
৩. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
(ক) ১৯১২ সালে
(খ) ১৯১৪ সালে
(গ ) ১৯১৩ সালে
(ঘ ) ১৯১৫ সালে
উত্তরঃ (ক) ১৯১২ সালে

৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
(ক) ১৯৪৪ সালে
(খ) ১৯৪৫ সালে
(গ ) ১৯৪৮ সালে
(ঘ ) ১৯৪৯ সালে
উত্তরঃ (ক) ১৯৪৪ সালে

৫. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে?
(ক) ECOSOC
(খ) FAO
(গ ) WHO
(ঘ ) HRC
উত্তরঃ (গ) WHO

৬. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
(ক) ২৫০০
(খ) ১৯৯১
(গ ) ১৯৫০
(ঘ ) ১৮৯০
উত্তরঃ (খ) ১৯৯১

৭. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
(ক) সুইডেন
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ ) যুক্তরাজ্য
(ঘ ) জার্মানি
উত্তরঃ (ঘ) জার্মানি

৮. সামরিক ভাষায় “WMD” অর্থ কী?
(ক) Weapon of Mass Destruction
(খ) World Mass Destruction
(গ ) Weapons for Massive Destruction
(ঘ ) Weapons of Missile Defence
উত্তরঃ (ক) Weapon of Mass Destruction

৯. ২০২০ প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
(ক) ডেনমার্ক
(খ) নরওয়ে
(গ ) জার্মানি
(ঘ ) সিঙ্গাপুর
উত্তরঃ (ক) ডেনমার্ক

১০. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
(ক) দক্ষিণ আমেরিকা
(খ) ইউরোপ
(গ ) আফ্রিকা
(ঘ ) মধ্যপ্রাচ্য
উত্তরঃ (ক) দক্ষিণ আমেরিকা

১১. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
(ক) কিউবা
(খ) ভিয়েতনাম
(গ ) উজবেকিস্তান
(ঘ ) সোমালিয়া
উত্তরঃ (খ) ভিয়েতনাম

১২. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
(ক) রাশিয়া
(খ) ডেনমার্ক
(গ ) সুইডেন
(ঘ ) ইংল্যান্ড
উত্তরঃ (ক) রাশিয়া

১৩. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
(ক) জিব্রাল্টার প্রণালী
(খ) বসফরাস প্রণালী
(গ ) বাবেল মান্দেব প্রণালী
(ঘ ) বেরিং প্রণালী
উত্তরঃ (গ) বাবেল মান্দেব প্রণালী

১৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
(ক) WTO
(খ) MIGA
(গ ) World Bank
(ঘ ) UNCTAD
উত্তরঃ (ঘ) UNCTAD

১৫. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ?
(ক) নাইজেরিয়া
(খ) গাম্বিয়া
(গ ) বাংলাদেশ
(ঘ ) আলজেরিয়া
উত্তরঃ (খ) গাম্বিয়া

১৬. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
(ক) রুয়ান্ডা
(খ) সিয়েরালিওন
(গ ) সুদান
(ঘ ) লাইবেরিয়া
উত্তরঃ (খ) সিয়েরালিওন

১৭. জাতিসংঘ নামকরণ করেন-
(ক) রুজভেল্ট
(খ) চার্চিল
(গ ) স্টালিন
(ঘ ) দ্যা গল
উত্তরঃ (ক) রুজভেল্ট

১৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
(ক) সৌদি আরব
(খ) মালয়েশিয়া
(গ ) পাকিস্তান
(ঘ ) তুরস্ক
উত্তরঃ (ঘ) তুরস্ক

১৯. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৫ সালে
(খ) ১৯৪৯ সালে
(গ ) ১৯৪৮ সালে
(ঘ ) ১৯৫১ সালে
উত্তরঃ (খ) ১৯৪৯ সালে

২০. জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
(ক) অ্যানেগরেট ক্রাম্প
(খ) লিনা হেডরিচ
(গ ) অ্যাঞ্জেলা মারকেল
(ঘ ) পেট্রা কেলি
উত্তরঃ (গ) অ্যাঞ্জেলা মারকেল

মক টেস্ট

উপরের সাধারণ জ্ঞানগুলো পড়া হয়ে গেলে, চাইলে নিজেকে যাচাইয়ের জন্য মক টেস্টে অংশ নিয়ে পারো।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button