![]() |
বাংলা সাধারণ জ্ঞান – পর্ব ০৪ || General Knowledge || GK in Bengali |
প্রিয় সুহৃদ, কেমন আছো সবাই। আশা করছি সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আয়োজন তোমাদের ভালো লাগছে। আমাদের টিম চেষ্টা করছে প্রতিদিন সাধারণ জ্ঞান উপডেট করার। আজ বাংলা সাধারণ জ্ঞান – পর্ব ০৪ প্রকাশ করা হল। তোমরা মনোযোগ সহকারে উত্তরগুলো দেখে নিবে। এবং নিজেদেরকে যাচাই করার জন্য মক টেস্টে অংশ নিবে।
বাংলা সাধারণ জ্ঞান – পর্ব ০৪
১। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রহের নাম?
ক) সাঁওতাল বিদ্রোহ
খ) নীল বিদ্রোহ
গ) সিপাহি বিদ্রোহ
ঘ) ফকির ও সন্যাসী বিদ্রোহ
উঃ ঘ) ফকির ও সন্যাসী বিদ্রোহ
২। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত?
ক) নেদারল্যান্ড
খ) হাঙ্গেরি
গ) পর্তুগাল
ঘ) স্পেন
উঃ ক) নেদারল্যান্ড
৩। IMF এর পূর্ণরূপ কি?
ক) International Monetary Fund
খ) International Marketing Forum
গ) International Management Federation
ঘ) International Maritime Federation
উঃ ক) International Monetary Fund
৪। বাংলাদেশের প্রশাসনিক কাঠামাের সর্বোনিম্ন স্তর কোনটি?
ক) জেলা
খ) উপজেলা
গ) ইউনিয়ন
ঘ) থানা
উঃ গ) ইউনিয়ন
৫। নিচের কোনটি সূর্যের আলােকে বৈদ্যতিক শক্তিতে রুপান্তর করতে পারে?
ক) জেনারেটর
খ) সূর্যের আলাে
গ) সৌর প্যানেল
ঘ) গ্যাসের চুলা
উঃ গ) সৌর প্যানেল
৬। ছিয়াত্তরের মনত্তর নামক ভয়াভয় দুর্ভিক্ষ কত সালে ঘটে?
ক) বাংলা ১০৭৬ সালে
খ) বাংলা ১১৭৬ সালে
গ) বাংলা ১৩৭৬ সালে
ঘ) বাংলা ১২৭৬ সালে
উঃ খ) বাংলা ১১৭৬ সালে
৭। এসিডের একটি ধর্ম হলাে-
ক) এরা লাল লিটমাসকে হলুদ করে
খ) এরা লাল লিটমাসকে নীল করে
গ) এরা নীল লিটমাসকে লাল করে
ঘ) এরা নীল লিটমাসকে সাদা করে
উঃ গ) এরা নীল লিটমাসকে লাল করে
৮। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক) ৯ : ৫
খ) ১০ : ৬
গ) ৪:৩
ঘ) ৫:৫
উঃ খ) ১০ : ৬
৯। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
ক) নবাব কুতুব উদ্দিন
খ) নবাব হাফুজুর রহমান
গ) নবাব আব্দুল গণি
ঘ) নবাব আব্দুল লতিফ
উঃ গ) নবাব আব্দুল গণি
১০। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো-
ক) ENIAC
খ) IBM
গ) ABACUS
ঘ) MICROSOFT
উঃ ক) ENIAC
১১। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
ক) নবাব সিরাজ
খ) নবাব আব্দুল গণি
গ) নবাব কুতুব উদ্দিন
ঘ) নবাব আহমেদ বিন তিতুমির
উঃ খ) নবাব আব্দুল গণি
১২। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে-
ক) ২০০১ সালে
খ) ২০০২ সালে
গ) ২০০০ সালে
ঘ) ২০০৩ সালে
উঃ গ) ২০০০ সালে
১৩। ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ANNIHILATE THESE DEMONS শিরোনামের পোস্টেরটি কে এঁকেছিলেন?
ক) জয়নুল আবেদিন
খ) আবু মনসুর
গ) আবু সুফিয়ান
ঘ) কামরুল হাসান
উঃ ঘ) কামরুল হাসান
১৪। আবার আসিব ফিরে কবিতাটি জীবনান্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক) বেলা অবেলা কালবেলা
খ) ঝরাপালক
গ) রূপসী বাংলা
ঘ) ধূসর পান্ডুলিপি
উঃ গ) রূপসী বাংলা
১৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
ক) ডিসেম্বর ১৬, ১৯৭২
খ) ডিসেম্বর ১৫, ১৯৭২
গ) ডিসেম্বর ১৪, ১৯৭২
ঘ) ডিসেম্বর ১৩, ১৯৭২
উঃ ক) ডিসেম্বর ১৬, ১৯৭২
মক টেস্ট
[মক টেস্ট শুরু করুন ##eye##]
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
