বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫ || General Knowledge || GK in Bengali

Rate this post
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান - পর্ব ০৫  General Knowledge  GK in Bengali
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫  General Knowledge  GK in Bengali

প্রিয় সুহৃদ, কেমন আছো সবাই। আশা করছি সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আয়োজন তোমাদের ভালো লাগছে। আমাদের টিম চেষ্টা করছে প্রতিদিন  সাধারণ জ্ঞান উপডেট করার। আজ বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫ প্রকাশ করা হল। তোমরা মনোযোগ সহকারে উত্তরগুলো দেখে নিবে। এবং নিজেদেরকে যাচাই করার জন্য মক টেস্টে অংশ নিবে।

বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫

প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?
(ক) ক্যাবিনেট
(খ) বিরোধী দল
(গ ) সুশীল সমাজ
(ঘ ) লোকপ্রশাসন বিভাগ
উত্তরঃ (খ) বিরোধী দল
ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?
(ক) আনিসুল হক
(খ) সাঈদ খোক
(গ ) সাদেকে হোসেন খোকা
(ঘ ) মোহাম্মদ হানিফ
উত্তরঃ (ঘ) মোহাম্মদ হানিফ

বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
(ক) হাশেম খান
(খ) এ. কে. এম আব্দুর রউফ
(গ ) আবুল বারাক আলভী
(ঘ ) সমরজিৎ রায় চৌধুরী
উত্তরঃ (খ) এ. কে. এম আব্দুর রউফ

বাংলার প্রাচীন জনপদ কোনটি?
(ক) পুন্ড্র
(খ) তাম্রলির
(গ ) গৌড়
(ঘ ) হরিকেল
উত্তরঃ (ক) পুন্ড্র

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের নারী, পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
(ক) ২৯(২)
(খ) ২৮(২)
(গ ) ৩৯(১)
(ঘ ) ৩৯(২)
উত্তরঃ (খ) ২৮(২)

কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) বেক্সিমকো
(খ) স্কয়ার
(গ ) ইনসেপ্টা
(ঘ ) একমি
উত্তরঃ (গ) ইনসেপ্টা

বাংলাদশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
(ক) ১৮
(খ) ১৯
(গ ) ২০
(ঘ ) ২১
উত্তরঃ (ক) ১৮

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
(ক) আইনমন্ত্রী
(খ) আইন সচিব
(গ ) অ্যাটর্নি জেনারেল
(ঘ ) প্রধান বিচারপতি
উত্তরঃ (গ) অ্যাটর্নি জেনারেল

‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
(ক) হিন্দুধর্ম
(খ) বৌদ্ধ ধর্ম
(গ ) খ্রিষ্টধর্ম
(ঘ ) ইহুদীধর্ম
উত্তরঃ (খ) বৌদ্ধ ধর্ম

বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?
(ক) ১৯৭৩
(খ) ১৯৭৪
(গ ) ১৯৭৫
(ঘ ) ১৯৭৬
উত্তরঃ (খ) ১৯৭৪

আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
(ক) মহাভারত
(খ) রামায়ণ
(গ ) গীতা
(ঘ ) বেদ
উত্তরঃ (ঘ) বেদ

মুজিব সরকারের অর্থনীতি বিষয়ক ও পকিল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
(ক) তাজ উদ্দিন আহমদ
(খ)  সৈয়দ সজরুল ইসলাম
(গ ) এম. মননুর আলী
(ঘ ) এ.এইচ.এ. কামরুজ্জামান
উত্তরঃ (ক) তাজ উদ্দিন আহমদ

১৯৬৬ সালের ৬ দফার কতটি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ ) ৫টি
(ঘ ) ৬টি
উত্তরঃ (ক) ৩টি

প্রাচীন বাংলায় “সমতট” বর্তমান কোন অঞ্চলের নিয়ে গঠিত ছিল?
(ক) ঢাকা ও কুমিল্লা
(খ) ময়মনসিংহ ও নেত্রকোণা
(গ ) কুমিল্লা ও নোয়াখালী
(ঘ ) ময়মনসিংহ ও জামালপুর
উত্তরঃ (গ) কুমিল্লা ও নোয়াখালী

“Untranquil Recollectins: The Yeats of Fulfilment শীর্ষক গ্রন্থটির লেখক কে?
(ক) আনিসুর রহমান
(খ) রেহমান সোবহান
(গ ) নুরুল ইসলাম
(ঘ ) রওনক জাহান
উত্তরঃ (খ) রেহমান সোবহান

ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
(ক) ৬ নম্বর
(খ) ৭ নম্বর
(গ ) ৮ নম্বর
(ঘ ) ৯ নম্বর
উত্তরঃ (গ) ৮ নম্বর

নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
(ক) ১৯৭৭
(খ) ২০০৮
(গ ) ২০১৫
(ঘ ) ২০১৯
উত্তরঃ (গ) ২০১৫

বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
(ক) ১৯৯৫
(খ) ১৯৯৬
(গ ) ১৯৯৭
(ঘ ) ১৯৯৮
উত্তরঃ (ঘ) ১৯৯৮

একনেক (ECNEC) এর প্রধান কে?
(ক) প্রধানমন্ত্রী
(খ) অর্থমন্ত্রী
(গ ) বাণিজ্যমন্ত্রী
(ঘ ) পরিকল্পনা মন্ত্রী
উত্তরঃ (ক) প্রধানমন্ত্রী

“বলাকা” কোন ফসলের একটি প্রকার?
(ক) ধান
(খ) গম
(গ ) পাট
(ঘ ) টমেটো
উত্তরঃ (খ) গম

মক টেস্ট পর্ব ০৫

নিজেকে যাচই করার জন্য মক টেস্টে অংশ নিতে পারো। নিচের লিংকে যাও।
[মক টেস্ট শুরু করুন ##eye##]

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button