সারমর্ম
সারমর্ম || আমার একূল ভাঙ্গিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
আমার একূল ভাঙ্গিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
যে মােরে দিয়েছে বিষে ভরা বাণ ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মােরে করেছে পর।
মাের বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সােহাগ-জড়ানাে ফুল-মালঞ্চ ধরি।
যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে করে তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কী যে আনি, সাজাই নিরন্তর–
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মােরে করেছে পর।
সারমর্ম : নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে পরের উপকার করার মাঝেই সুখ ও জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। এ পৃথিবীতে আমরা প্রত্যেকেই একে অপরের জন্যে। পরের আঘাত সহ্য করে তার প্রতি ভালােবাসা প্রকাশ করাই যথার্থ মনুষ্যত্বের লক্ষণ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
