![]() |
এতেকাফ |
রমযানের শেষ দশদিন এতেকাফের বিধান রয়েছে। এতেকাফ মসজিদে বা বাসায় নারী ও পুরুষ উভয়ই করতে পারেন। আজকে আমরা জানব এতেকাফ কী এবং এতেকাফের শর্তসমূহ কী কী?
এতেকাফ কী?
এতেকাফ অর্থ স্থির থাকা, অবস্থান করা। ইসলামি পরিভাষায়, জাগতিক কার্যকলাপ ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে ছওয়াবের নিয়তে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা ও স্থির থাকাকে এতেকাফ বলে। রমযানের শেষ দশকে এতেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদায়ে কেফায়া। অর্থাৎ, বড় গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং ছোট গ্রামের পূর্ণ বসতিতে কেউ কেউ এতেকাফ করলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যাবে।
এতেকাফের সময় কখন?
রমযানের ২০ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এতেকাফের সময়।
এতেকাফের শর্তসমূহ
(১) এমন মসজিদে এ’তেকাফ হতে হবে যেখানে নামাযের জামআত হয়। জুমআ-র জামাআত হােক বা না হােক। এ শর্ত পুরুষদের এতেকাফের ক্ষেত্রে। মহিলাগণ ঘরের নির্দিষ্ট স্থানে এ’তেকাফ করবে ।
(২) এতেকাফের নিয়ত করতে হবে ।
(৩) হায়েয নেফাস শুরু হলে এতেকাফ ছেড়ে দিবে।
সূত্রঃ আহকামে যিন্দেগী
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
